CAT 2022: আজই আবেদনের শেষ তারিখ! যদি থাকে MBA করার স্বপ্ন, ফিল আপ করুন CAT পরীক্ষার ফর্ম

CAREER: সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজ বেছে নিতে হয় পড়ুয়াদের। সাধারণভাবে যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দেশের সেরা ম্যানেজমেন্ট কলেজ গুলিতে ভর্তি সুযোগ মেলে তার নাম কমন এন্ট্রাস টেস্ট

CAT 2022: আজই আবেদনের শেষ তারিখ! যদি থাকে MBA করার স্বপ্ন, ফিল আপ করুন CAT পরীক্ষার ফর্ম
ছবি- প্রতীকী চিত্র (গুগল থেকে সংগৃহীত)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2022 | 2:08 PM

কলকাতা: অনেকেরই স্বপ্ন থাকে স্নাতক হওয়ার পর এমবিএ করে গড়ে তুলবেন নিজের স্বপ্নের কেরিয়ার। সাধারণভাবে এমবিএ (Master Of Business Administration) ২ বছরের কোর্স। আইআইএম, আইআইটি সহ দেশের সেরা ম্যানেজেমেন্ট স্কুলগুলিতে ভর্তি হওয়ার জন্য সর্বভারতীয় স্তরে একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজ বেছে নিতে হয় পড়ুয়াদের। সাধারণভাবে যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দেশের সেরা ম্যানেজমেন্ট কলেজ গুলিতে ভর্তি সুযোগ মেলে তার নাম কমন এন্ট্রাস টেস্ট (Common Entrance Test) বা ক্যাট (CAT Exam)। ক্যাট পরীক্ষায় আবেদনের জন্য আজই শেষ তারিখ। প্রাথমিকভাবে ১৪ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ থাকলেও পরবর্তীকালে সময়সীমা বাড়ানো হয়েছিল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যাট পরীক্ষার দায়িত্বে থাকে। দু’ঘণ্টা ধরে এই পরীক্ষা হবে। যাঁরা এই পরীক্ষায় বসার জন্য আগ্রহী কিন্তু এখন ফর্ম ফিলাপ করেননি, তাদের জন্য এই শেষ সুযোগ। এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ৩ অগস্ট, ২০২২

আবেদন প্রক্রিয়া শেষ: ২১ সেপ্টেম্বর, ২০২২

অ্যাডমিট কার্ড প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২২

পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর, ২০২২

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই iimcat.ac.in ওয়েবসাইটে চলে যেতে হবে।

হোমপেজে থাকা রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

নাম নথিভুক্ত করে লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

যাবতীয় নথিপত্র এবং ছবি আপলোড করতে হবে।

আবেদন ফি জমা দিয়ে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

ক্যাট পরীক্ষায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট

স্নাতকের মার্কশিট এবং সার্টিফিকেট

জন্মতারিখ ও ঠিকানার প্রমাণপত্র

জাতিগত শংসাপত্র (যদি প্রয়োজন হয়)

শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

এছাড়াও ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের তথ্য প্রয়োজন হবে।