NIOS Recruitment 2023: পঞ্চম শ্রেণি পাশ থেকে স্নাতক উত্তীর্ণদের সরকারি চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন

NIOS recruitment: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) গ্রুপ 'এ', 'বি' এবং 'সি' এর বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ৩০ নভেম্বর, ২০২৩ থেকে শুরু হবে এবং ২১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট nios.cbt-exam.in বা nios.ac.in-এ র মাধ্যমে আবেদন করতে পারেন।

NIOS Recruitment 2023: পঞ্চম শ্রেণি পাশ থেকে স্নাতক উত্তীর্ণদের সরকারি চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 1:37 AM

নয়া দিল্লি: ৫ম শ্রেণী থেকে বিএ পাশ করা যুবকদের জন্য সরকারি চাকরি পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’ এর বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ৩০ নভেম্বর, ২০২৩ থেকে শুরু হবে এবং ২১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট nios.cbt-exam.in বা nios.ac.in-এ র মাধ্যমে আবেদন করতে পারেন।

শূন্যপদ

NIOS মোট ২৮টি শূন্য পদে নিয়োগ করবে। যার মধ্যে গ্রুপ ‘এ’-এর ৮টি, গ্রুপ ‘বি’-এর ২৬টি এবং গ্রুপ ‘সি’-এর ২৮টি শূন্যপদ রয়েছএ। গ্রুপ ‘এ’-এর মধ্যে রয়েছে উপ-পরিচালকের (ক্ষমতা বৃদ্ধি সেল) ১টি শূন্যপদ, উপ-পরিচালকের (অ্যাকাডেমিক) ১টি শূন্যপদ, সহকারী পরিচালকের (প্রশাসন) ২টি শূন্যপদ এবং অ্যাকাডেমিক অফিসারের ৪টি পদ। গ্রুপ ‘বি’-তে সেকশন অফিসারের ২টি, জনসংযোগ অফিসারের ১টি, ইডিপি সুপারভাইজারের ২১টি, গ্রাফিক আর্টিস্টের ১টি এবং জুনিয়ার ইঞ্জিনিয়ারের (ইলেক্ট্রিক্যাল) ১টি পদ রয়েছে। গ্রুপ ‘সি’-তে সহকারীর ৪টি, স্টেনোগ্রাফারের ৩টি, জুনিয়ার সহকারীর ১০টি এবং মাল্টি টাস্কিং স্টাফের মোট ১১টি শূন্যপদ রয়েছে।

কোন পদের জন্য যোগ্যতা কি?

ডেপুটি ডিরেক্টর (ক্যাপাসিটি বিল্ডিং সেল) পদের জন্য প্রার্থীর যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য প্রার্থীদের যে কোনও বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমটিএ পদের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে পঞ্চম শ্রেণি পাশ নির্ধারণ করা হয়েছে।

বয়সসীমা

বিভিন্ন পদের জন্য বয়সসীমা বিভিন্ন। সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ৩ বছর এবং এসসি ও এসটি ক্যাটাগরির প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে। কোন পদের কত বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা-সহ বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা জারি করা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার প্যাটার্ন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।