North Eastern Rail: উত্তর-পূর্ব রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, দ্রুত আবেদন করুন
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস/সিগন্যাল /ইলেক্ট্রিক্যাল) পদে মোট ৩৭ জনকে নিয়োগ করা হবে। উত্তর-পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ২৬ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

কলকাতা: উত্তর-পূর্ব রেলওয়ে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, সিগন্যাল এবং ইলেক্ট্রিক্যাল পদে এই নিয়োগ করা হবে। এই পদের জন্য বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং অন্যান্য তথ্য উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস/সিগন্যাল /ইলেক্ট্রিক্যাল) পদে মোট ৩৭ জনকে নিয়োগ করা হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইঞ্জিনিয়ারিং) পদে ১৯ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (সিগন্যাল) পদে ৯ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইলেক্ট্রিক্যাল) পদে ৯ জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পদে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।
উত্তর-পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ২৬ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।





