BOPTER Recruitment: কেন্দ্রীয় সংস্থায় নীচু পদে কর্মী নিয়োগ,মাসিক বেতন ৬৩ হাজার টাকা

BOPTER Recruitment: ব্যবহারিক প্রশিক্ষণ পদ (পূর্বাঞ্চল) নিয়োগ করা হচ্ছে। ২২ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।

BOPTER Recruitment: কেন্দ্রীয় সংস্থায় নীচু পদে কর্মী নিয়োগ,মাসিক বেতন ৬৩ হাজার টাকা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 12:45 AM

রাজ্যে যেসব চাকরি প্রার্থীরা অধীর আগ্রহে কোনও নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাঁদের জন্য ভাল খবর। রাজ্যে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কেন্দ্রীয় সংস্থায় নীচু পদে (Lower Divison Clerk) কর্মী নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

ব্যবহারিক প্রশিক্ষণ পদ (পূর্বাঞ্চল)(Board of Practical Training Easter Region)

পদের নাম:

লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Divison Clerk)

মোট শূন্যপদ:

২ টি পদে নিয়োগ করা হচ্ছে।

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

BOPTER-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে দ্বাদশ পাস করতে হবে।

বয়সসীমা:

২০২২ সালের ২২ নভেম্বর অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য লাগবে না।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পদ্ধতি ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি :

প্রার্থীরা অনলাইনেই করতে পারেন আবেদন।

আবেদন শুরুর দিন:

২৩ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

আবেদনের শেষ দিন:

২২ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।