Recruitment News: ক্লাস ১২ পাশ করলেই চাকরির সুযোগ, বেতন ৬৩,০০০

Recruitment News: যে কোনও অনুমোদন প্রাপ্ত স্কুল বা বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ হতে হবে। জেনে নিন বাকি খুঁটিনাটি তথ্য।

Recruitment News: ক্লাস ১২ পাশ করলেই চাকরির সুযোগ, বেতন ৬৩,০০০
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 6:42 AM

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি চাকরি যে কতটা নিরাপদ, তা সবাই জানেন। তাই সুযোগ হাতছাড়া না হতে দেওয়াই ভাল। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ হলেই এই পরীক্ষায় আবেদন করা যাবে। জেনে নিন সব খুঁটিনাটি তথ্য-

যে পদে নিয়োগ

লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য নিয়োগ শুরু হচ্ছে। মোট ৫টি শূন্যপদ রয়েছে।

বেতন

ওই পদে চাকরি পেলে বেতন হবে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা।

যোগ্যতা

যে কোনও অনুমোদন প্রাপ্ত স্কুল বা বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

এছাড়া ইংরেজিতে টাইপ করতে জানতে হবে। টাইপিং স্পিড হতে হবে প্রতি মিনিটে ৩৫টি ওয়ার্ড।

কী ভাবে আবেদন করতে হবে

প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যোগ্য প্রার্থী বিজ্ঞপ্তি থেকেই আবেদনের ফর্ম ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে যে দিন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তারপর থেকে ৪৫ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।