Recruitment In IAF : ভারতীয় বায়ুসেনায় একাধিক পদে নিয়োগ, মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন

Recruitment In IAF : ভারতীয় বায়ুসেনায় একাধিক গ্রুপ ডি পদে করা হবে নিয়োগ। ১৮ জুলাই অবধি করা যাবে আবেদন।

Recruitment In IAF : ভারতীয় বায়ুসেনায় একাধিক পদে নিয়োগ, মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2022 | 8:00 AM

চাকরি প্রার্থীদের বড় সুযোগ। ভারতীয় বায়ু সেনায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক বিভিন্ন পদে করা হবে নিয়োগ। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

আয়া বা ওয়ার্ড সহায়িকা পদে করা হবে নিয়োগ।

শূন্যপদের সংখ্যা :

২ টি পদের জন্য করা হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা :

মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন :

পে লেভেল ১ অনুযায়ী মিলবে বেতন।

পদের নাম :

সিভিলিয়ান মেক্যানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার

শূন্যপদের সংখ্যা :

২ টি পদের জন্য করা যাবে আবেদন।

শিক্ষাগত যোগ্যতা :

মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন। এর পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে দুই বছরের জন্য কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এই পদে আবেদন করার জন্য থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্সও।

বেতন :

পে লেভেল ২ অনুযায়ী মিলবে বেতন।

পদের নাম :

রাঁধুনে (Cook)

শূন্যপদের সংখ্যা :

মোট ৯ টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন :

পে লেভেল ১ অনুযায়ী মিলবে বেতন।

পদের নাম :

হাউস কিপিং স্টাফ (House Keeping Staff)

শূন্যপদের সংখ্যা :

২ টি

শিক্ষাগত যোগ্যতা :

মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন।

বেতন :

পে লেভেল ১ অনুযায়ী মিলবে বেতন।

বয়সসীমা :

উপরিক্ত সমস্ত পদগুলোর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীদের জন্য থাকবে বয়সের ছাড়।

আবেদন পদ্ধতি :

প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

Commandant Command Hospital AF, Agram Post, Bengaluru- 560007

আবেদন করার শেষ তারিখ :

১৮ জুলাই অবধি করা যাবে আবেদন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে