Recruitment in ONGC: ৩৬১৪ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোন যোগ্যতায় মিলবে সুযোগ?
Recruitment in ONGC: যে কোনও বিষয়ে স্নাতক হলে বা কোনও ডিপ্লোমা করা থাকলেই আবেদন করা যাবে এই পদে।
ওএনজিসি বা অয়েল অ্যান্ড ন্যাচালার গ্যাস কর্পোরেশনে মিলছে কাজের সুযোগ। অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে ৩৬১৪ জনকে। অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। ১৮ থেকে ২৪ বছর বয়সীরা এই চাকরির জন্য় আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১৫ মে। তার মধ্যে এই পদের জন্য় আবেদন করতে হবে।
কোন সেক্টরে কত নিয়োগ
নর্দার্ন সেক্টর- ২০৯ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
মুম্বই সেক্টর- ৩০৫ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
ওয়েস্টার্ন সেক্টর- ১৪৩৪ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
ইস্টার্ন সেক্টর- ৭৪৪ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
সাদার্ন সেক্টর- ৬৯৪ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
সেন্ট্রাল সেক্টর- ২২৮ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ
কোন কোন সেন্টারে পাওয়া যাবে চাকরি
দেরাদুন, যোধপুর, গোয়া, হাজিরা, মুম্বই, আমেদাবাদ, অঙ্কালেশ্বর, ভদোদরা, মেহসানা, জোরহাট, চেন্নাই, নাজিরা, শিবসাগর, শিলচর, কাঁকিনাড়া, কারাইকাল, আগরতলা, কলকাতা।
বয়সের উর্ধ্বসীমা
২০২২-এর ১৫ মে-র মধ্যে যাদের বয়স ১৫ থেকে ২৪ বছর হবে, তাঁরা আবেদন করতে পারবেন।
কত টাকা পাওয়া যাবে
স্নাতক হওয়ার পর যাঁরা অ্যাপ্রেন্টিস হিসেবে কাজে যোগ দেবেন তাঁরা পাবেন ৯০০০ টাকা। ট্রেড অ্যাপ্রেন্টিসরা প্রথম বছরে পাবেন ৭৭০০ টাকা ও দ্বিতীয় বছরে পাবেন ৮০৫০ টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
যোগ্যতা
অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হিসেবে যোগ দিতে হলে কমার্সে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্নাতক হওয়া জরুরি। এ ছাড়া ল্যাব টেকনিশিয়ান, মেকানিক পদের জন্য সংশ্লিষ্ট বিভাগে আইটিআই ডিগ্রি থাকা প্রয়োজন।