WBPSC Recrutiment: রাজ্যে সরকারি দফতরে নিয়োগ, বেতন মাসিক প্রায় দেড় লক্ষ টাকা

WBPSC Recrutiment: রাজ্যের সরকারি দফতরে নিয়োগ চলছে। ৪ জানুয়ারি অবধি করা যাবে আবেদন।

WBPSC Recrutiment: রাজ্যে সরকারি দফতরে নিয়োগ, বেতন মাসিক প্রায় দেড় লক্ষ টাকা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 8:00 AM

রাজ্য়ে সরকারি দফতরে নিয়োগ করা হচ্ছে। মাস গেলে মিলবে মোটা বেতন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)

পদের নাম:

অডিট ও অ্য়াকাউন্ট সার্ভিস (Audit and Accounts Service) পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ২৫ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

WBBPSC-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সিএ, এমবিএ বা পিজিডিএম করতে হবে। এবং ফিন্যান্সে স্নাতকোত্তর করা থাকলেও করা যাবে আবেদন।

বয়সসীমা:

২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী, প্রার্থীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।

বেতন:

মাস গেলে বেতন মিলবে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।

আবেদন পদ্ধতি:

অনলাইনেই করতে হবে আবেদন।

আবেদনমূল্য:

SC/ST/OBC প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

এর বাইরে বাকি ক্যাটাগরির প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ২১০ টাকা করে দিতে হবে।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন শুরুর তারিখ:

১৪ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

আবেদন করার শেষ তারিখ:

২০২৩ সালের ৪ জানুয়ারি অবধি করা যাবে আবেদন।

অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ তারিখ:

৫ জানুয়ারি

এই নিয়োগ সম্পর্কে আরও বিশদে জানতে ক্লিক করুন

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন