Jobs In Durgapur NIT : দুর্গাপুর NIT-তে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, বেতন ৩৫ হাজার টাকা, আবেদন করা যাবে…
Jobs In Durgapur NIT : দুর্গাপুর NIT-তে সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হচ্ছে। মাস গেলে বেতন মিলবে ৩৫ হাজার টাকা।
রাজ্যে চাকরির বড় সুযোগ। প্রযুক্তিগত বিদ্যা নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন এবার রাজ্যেই তাঁদের কর্মসংস্থান হবে। ন্য়াশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, দুর্গাপুরে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন –
নিয়োগকারী সংস্থা :
ন্য়াশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি দুর্গাপুর (NIT Durgapur)
পদের নাম :
সিনিয়র রিসার্চ ফেলো (Senior Research Fellow) পদে নিয়োগ করা হবে
শূন্যপদ :
২ টি শূন্যপদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা :
NIT দুর্গাপুরের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ME/ M.Tech, EEE, ECE, ইনস্ট্রুমেন্টেশন, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে।
নিয়োগস্থল :
পশ্চিমবঙ্গের দুর্গাপুর জেলায় নিয়োগ দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি :
ই-মেল মারফত এই শূন্যপদে আবেদন করতে হবে।
ইমেল আইডি :
tusharkanti.bera@ee.nitdgp.ac.in
বেতন :
মাস গেলে বেতন মিলবে ৩৫ হাজার টাকা।
নির্বাচনের পদ্ধতি :
কোনও লিখিত পরীক্ষা হবে না। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদন মূল্য :
এই শূন্যপদে আবেদনের জন্য় কোনও আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ :
৩১ জুলাই অবধি করা যাবে আবেদন।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট : nitdgp.ac.in