Health Recruitment: ANM পদে লোক নিচ্ছে স্বাস্থ্য দফতর, এই এই যোগ্যতা থাকলেই করা যাবে আবেদন
recruitment কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রাজ্যের চাকরি প্রার্থীদের অনেকেই নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েও উপযুক্ত চাকরির অভাবে বসে রয়েছেন। এবার তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল রাজ্যের স্বাস্থ্য দফতর। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে মোট ৩৫টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। বেশ কিছু পদ সংরক্ষিত শ্রেণির জন্য বরাদ্দ। এক নজরে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক…
শিক্ষাগত যোগত্যা: কেন্দ্র অথবা রাজ্য সরকার অনুমোদিত যে কোনও প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স করে থাকতে হবে।
বয়স: ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
বেতন: প্রতিমাসে ১৩ হাজার টাকা বেতন পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি: আবেদনপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। স্পিড অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও পাঠানো যেতে পারে।
আবেদন পাঠানোর ঠিকানা: Office of The Chief Medical Officer of Health, District Health and Family Welfare Samity, 1st Floor Khosbagan, Shyamsayer East, Near Harisabha Hindu Girls School, Purba Burdwan, Pin- 713101, West Bengal
বিস্তারিত জানতে, আবেদন পত্র ডাউনলোড ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।