Recruitment in SBI: স্টেট ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, দ্রুত আবেদন করুন, জানুন বিস্তারিত

Recruitment in SBI: ব্যাঙ্কের অফিসার পদে হবে নিয়োগ। ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

Recruitment in SBI: স্টেট ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, দ্রুত আবেদন করুন, জানুন বিস্তারিত
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 9:51 AM

নয়া দিল্লি : দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাঙ্কে চাকরিতে আগ্রহ রয়েছে অনেকেরই। বিশেষত স্টেট ব্যাঙ্কের মতো একটি ব্যাঙ্কের প্রতি আকর্ষণ থাকে অনেক বেশি। দেশ জুড়ে এই ব্যাঙ্কের বহু শাখা রয়েছে, আর সেখানে কর্মী সংখ্যাও প্রচুর। এই ব্যাঙ্কে চাকরি পেতে গেলে প্রতিযোগিতা বেশি হওয়ায় প্রস্তুতিও নিতে হয় অনেক বেশি। আর এবার সেই স্টেট ব্যাঙ্কই নিয়ে এসেছে চাকরির সুযোগ। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৭ এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়া। শেষ তারিখের আর খুব বেশি দিন বাকি নেই।

কত শূন্যপদে নিয়োগ?

www.sbi.co.in এই ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, স্টেচ ব্যাঙ্কের স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ করতে চলেছে। মোট ৩৫ টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ২৯ জনকে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে ও ৭ জনকে স্থায়ী চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের মূল্য

এই চাকরির জন্য টাকা দিয়ে আবেদন করতে হবে। জেনারেল ও ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য আবেদনের মূল্য ৭৫০ টাকা। তবে তফশিলী জাতি, উপজাতির চাকরিপ্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

কী ভাবে আবেদন করবেন?

https://bank.sbi/web/careers- এই লিঙ্কে ক্লিক করে চাকরির জন্য আবেদন করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে আবেদন মূল্য।

চাকরি প্রার্থীকে তাঁর সাম্প্রতিক তোলা একটি ছবি ও সই স্ক্যান করাতে হবে। ছবি ও স্বাক্ষর আপলোড না করলে অনলাইনে আবেদন গৃহীত হবে না।

সফলভাবে আবেদন করতে পারলে অনলাইন ফর্মের একটি প্রিন্ট আউট বের করতে হবে। সেটি নিজের কাছে রেখে দিতে হবে।

শেষ তারিখ কবে?

২৭ এপ্রিল থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৭ মে পর্যন্ত। ১৬ জুন থেকে অ্য়াডমিট কার্ড পাওয়া যাবে। এখনও পরীক্ষার দিন চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে ২৫ জুন অনলাইনে সেই পরীক্ষা হতে পারে।