TCIL Recruitment: সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পদে নিয়োগ, সঙ্গে আকর্ষণীয় বেতন, জানুন বিস্তারিত তথ্য
১০ জুলাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী ৪ অগস্ট পর্যন্ত এই সব পদের জন্য আবেদন করা যাবে।
নয়াদিল্লি: একাধিক পদে নিয়োগ করবে টেলিকমিউনিকেশন কনসালট্যান্ট অব ইন্ডিয়া লিমিটেড (টিসিআইএল)। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ পদের জন্য লোক নিয়োগ করবে টিসিআইএল। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকল্পের জন্য এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। ১০ জুলাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী ৪ অগস্ট পর্যন্ত এই সব পদের জন্য আবেদন করা যাবে। বিভিন্ন অভিজ্ঞতার নিরিখে সাইবার নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদের জন্য শূন্যপদের বিস্তারিত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। তবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে টিসিআইএল-এর তরফে।
এই সব পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে। তবে সব পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা সমান নয়। কোন পদের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এই পদে আবেদনের জন্য বিস্তরিত নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেল আইডি-তে পাঠাতে হবে।
প্রায় ২৩টি পদে লোক নেবে টিসিআইএল। তবে বিভিন্ন পদে অভিজ্ঞতার তারতম্য রয়েছে। এই সব পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬৫ হাজার টাকা থেকে আড়াই লক্ষ টাকা। তবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এক বছরের জন্য প্রাথমিক চুক্তি হবে বলে জানা গিয়েছে। তবে প্রয়োজন হলে কর্তৃপক্ষ সেই চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারে বলেও জানা গিয়েছে।