ECIL Recruitment : কেন্দ্রীয় সংস্থায় প্রশিক্ষণের সুযোগ! মিলবে স্টাইপেন্ডও

ECIL Recruitment : ECIL-এ একাধিক শিক্ষাণবীশ নিয়োগ করা হচ্ছে। এক বছরের জন্য এই নিয়োগে মিলবে স্টাইপেন্ডও।

ECIL Recruitment : কেন্দ্রীয় সংস্থায় প্রশিক্ষণের সুযোগ! মিলবে স্টাইপেন্ডও
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 9:30 AM

যাঁরা আপাতত চাকরিক্ষেত্রে নবাগতা, অভিজ্ঞতার জন্য সুযোগ খুঁজছেন তাঁদের দোরগোড়ায় কড়া নাড়ছে সুযোগ। কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ দফতরে বিভিন্ন শিক্ষাণবীশ বা ট্রেড অ্য়াপ্রেন্টিস পদে প্রশিক্ষণ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনওরকম অর্থ খরচ করতে হবে না প্রার্থীদের। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা। এই সুযোগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

শূন্যপদের সংখ্যা :

মোট ২৮৪ টি পদে শিক্ষাণবীশ নেওয়া হবে।

পদের নাম :

ইলেকট্রিশিয়ান পদে – ৫০

ইলেকট্রিশিয়ান মেক্যানিক- ১০০

ফিটার – ৫০

R&AC – ১০

MMV – ১

টার্নার – ১০

মেশিনিস্ট – ১০

মেশিনিস্ট (G)- ৩

MM টুল মেইন্ট – ২

কাঠ মিস্ত্রি – ৫

COPA- ২০

ডিজেল মেক্যানিক – ৩

প্লাম্বার – ১

SMW – ১

ঝালাই মিস্ত্রি – ১৫

পেইন্টার – ৩

শিক্ষাগত যোগ্যতা :

NCVT কর্তৃক স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডে ITI পাস করতে হবে।

বয়সসীমা :

২০২২ সালের ১৪ অক্টোবর অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। আর কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা ছাড় পাবেন।

প্রশিক্ষণের সময়কাল :

১ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। শুরু হবে ১৮ অক্টোবর থেকে।

মাসিক স্টাইপেন্ড :

MM Tool Maint পদের জন্য মাসিক ৮০৫০ টাকা এবং বাকি ট্রেডের ক্ষেত্রে প্রতি মাসে ৭৭০০ টাকা পাবেন শিক্ষাণবীশরা।

আবেদন পদ্ধতি :

অফলাইনেই করা যাবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

মুর্শিরাবাদের সরকারি ITI-র জন্য ৮ অগস্টের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এবং Govt.QQS.ITI Girls, Santosh Nagar, Saidabad (Mandal), Hyderabad এর জন্য আবেদনপত্র জমা দিতে হবে ১২ সেপ্টেম্বরের মধ্যে।

বিস্তারিত জানতে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট – https://www.ecil.co.in/jobs.html