Recruitment 2023: অডিটর পদে ৫০০-র বেশি শূন্যপদ, কারা আবেদন করবেন জানুন
Recruitment 2023: মোট ৫৩০টি পদে নিয়োগ করা হবে। অডিটর এবং সহকারী হিসাবরক্ষক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে UPSSSC। আগামী ১১ জুলাই ২০২৩ থেকে অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে।
নয়া দিল্লি: অডিটর পদে সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ। মোট ৫৩০টি পদে নিয়োগ করা হবে। অডিটর এবং সহকারী হিসাবরক্ষক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে UPSSSC। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপ্রদেশ সরকারের বিভিন্ন বিভাগে অডিটর এবং সহকারী হিসাবরক্ষক পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আগামী ১১ জুলাই ২০২৩ থেকে অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে। অনলাইনে আবেদন করতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট upsssc.gov.in-এ যেতে হবে।
কোন কোন বিভাগে নিয়োগ হবে?
UPSSSC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, অডিটর ও সহকারী হিসাবরক্ষক পদের জন্য মোট ৫৩০টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে অডিটর লোকাল ফান্ড ডিপার্টমেন্টে মোট ১৩৮টি পদে, অডিটর, সমবায় সমিতি এবং পঞ্চায়েতে মোট ৩৯১টি পদে নিয়োগ করা হবে। এ ছাড়া সহকারী হিসাবরক্ষকের ১টি পদে নিয়োগ হবে।
কাদের জন্য কতগুলি পদ?
সাধারণ বিভাগের জন্য ২১৯টি পদ, EWS-এর জন্য ৫২টি পদ, OBC প্রার্থীদের জন্য ১৩৮টি, SC-এর জন্য ১১১টি এবং ST প্রার্থীদের জন্য ১০টি পদে নিয়োগ হবে।
বয়স
UPSSSC-র অডিটর পদের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। নির্ধারণ করা হয়েছে।
কারা আবেদন করতে পারেন?
উত্তরপ্রদেশে অডিটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ব্যাচেলর অফ কমার্স (B.Com) ডিগ্রি থাকতে হবে। এছাড়া প্রার্থীদের অবশ্যই UPSSSC PET 2022 স্কোরকার্ড থাকতে হবে।