Indian Railways Recruitment 2023: মাধ্যমিক পাশেই রেলে চাকরির দারুণ সুযোগ, এইভাবে করুন আবেদন
Indian Railways Recruitment 2023: নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, মোট ১১০৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা আরআরসি গোরক্ষপুরের অফিসিয়াল ওয়েবসাইট rrcgorakhpur.net- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
নয়া দিল্লি: সরকারি চাকরি করতে চান? তবে আপনার জন্য় রয়েছে সুখবর। এবার ভারতীয় রেলেই মিলছে চাকরির সুযোগ। নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ২ অগস্ট।
নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, মোট ১১০৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা আরআরসি গোরক্ষপুরের অফিসিয়াল ওয়েবসাইট rrcgorakhpur.net- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
শূন্যপদ-
মেকানিক্যাল ওয়ার্কশপ/গোরক্ষপুর- মোট ৪১১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সিগন্যাল ওয়ার্কশপ- মোট ৬৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ব্রিজ ওয়ার্কশপ- ৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেকানিক্যাল ওয়ার্কশপ/ইজ্জতনগর- ১৫১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ডিজেল শেড/ইজ্জতনগর- মোট ৬০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ক্য়ারেজ অ্যান্ড ওয়াগন/ইজ্জতনগর- ৬৪টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
ক্য়ারেজ অ্যান্ড ওয়াগন/লখনউ-১৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ডিজেল শেড/গোন্দা- ৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হয়েছে।
ক্য়ারেজ অ্যান্ড ওয়াগন/বারাণসী- মোট ৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ হতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের সর্বোচ্চ বয়সসীমা ২৪ বছর ধার্য করা হয়েছে।
নির্বাচন পদ্ধতি-
আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। তার ভিত্তিতেই যোগ্য় প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের কোনও আবেদন ফি দিতে হবে না।