West Bengal Job: ৭৮৫৫টি ক্লার্ক পদে কর্মী নিয়োগ IBPS-এর
বিজ্ঞপ্তিতে আইবিপিএসের তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে, যারা আগেরবার আবেদন করেছিলেন, তাদের দ্বিতীয়বার আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন আবেদনকারীদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে আবেদন করার কথা জানিয়েছে তারা।
কলকাতা: করোনার সময়কালে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ার কারণে গোটা দেশেই বেড়েছে বেকারত্বের সংখ্যা। পাশাপাশি নতুন কর্মপ্রার্থীরাও পড়েছেন মুশকিলে। এই অবস্থায় বেকারত্ব কমানোর সমাধান হিসেবে আইবিপিএস (IBPS) বড়সড় পদক্ষেপ গ্রহণ করল। আইবিপিএসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেকারত্বের সমাধানে ক্লার্ক পদে ৭৮৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে। এই নিয়ে দ্বিতীয়বার তারা কর্মী নিয়োগের পদক্ষেপ গ্রহণ করল। তবে প্রথমবার জুলাই মাসে তারা কর্মী নিয়োগের কথা বললেও শেষপর্যন্ত সেই নিয়োগ হয়নি। এবার নতুন করে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করল তারা। তবে এবারের বিজ্ঞপ্তিতে আইবিপিএসের তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে, যারা আগেরবার আবেদন করেছিলেন, তাদের দ্বিতীয়বার আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন আবেদনকারীদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে আবেদন করার কথা জানিয়েছে তারা।
মোট ১৩টি ভাষাতে নেওয়া হবে পরীক্ষা
যারা এই পদে আবেদন করবেন, তাদের বেশকিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে নির্বাচিত হওয়ার জন্য। আবেদনকারীকে সবার প্রথম প্রিলিমিনারী পরীক্ষায় পাশ করতে হবে। এরপর সেখান থেকে প্রধান পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছবে আইবিপিএস। আইবিপিএসের প্রিলিমিনারী পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে হওয়ার কথা থাকলেও, নির্দিষ্ট দিন এখনও ঘোষণা হয়নি। জানা গিয়েছে হিন্দি, ইংরেজি সহ মোট ১৩টি ভাষায় প্রিলিমিনারী পরীক্ষা নেওয়া হবে। জানা গিয়েছে The Institute of Banking Personal Selection বা আবিপিএসের তরফে ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া-তে ৭৮৫৫জন ক্লার্ক নিয়োগ করা হবে।
আবেদন করার পদ্ধতি
আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট ২০২১ এর এই পদগুলিতে আবেদনের আগে কিছু জরুরী তথ্য জেনে নেওয়া দরকার। আবেদনকারীকে আবেদনের সময় কিছু প্রয়োজনীয় নথীপত্র জমা দিতে হবে। আবেদনকারীকে পরীক্ষা পাশের প্রামাণ্য নথীর প্রতিলিপি জমা দিতে হবে। পাশাপাশি পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ, বয়সেরও নথী জমা দিতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৮ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। আবেদনকারীকে ন্যূনতম স্নাতক হওয়ার পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকা প্রয়োজন।
আবেদন করার পদ্ধতি এবং আবেদনের সময় প্রয়োজনীয় নথী
আবেদনকারীদের অনলাইনে আবেদনের জন্য প্রথমে আবিপিএসের ibpsonline.ibps.in/crpcl11jun21/ ওয়েবসাইটে গিয়ে আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সমস্ত তথ্য সেখানে আপলোড করতে হবে। আবেদনকারীদের আবেদন ফি হিসেবে ৮০০ টাকা জমা দিতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি-এ ছাড় দেওয়া হয়েছে। আবেদন করার সময় ছবি, স্বাক্ষর, হাতের আঙুলের ছাপ, হাতের লেখার উদাহরণ, এই সমস্ত নথীর স্ক্যান কপি আবেদনকারীকে অনলাইনে আপলোড করতে হবে।
আরও পড়ুন: West Bengal Job: ভারতীয় স্টেট ব্যাঙ্কে ২০৫৬ পদে নিয়োগ, ২৫ অক্টোবর পর্যন্ত চলবে আবেদন