Kolkata municipal corporation election 2021: ‘অবাধ ভোট কোথায়, অবাধ লুঠ হয়েছে! তৃণমূলকে সাহায্য করেছে বিজেপি’, অভিযোগ বামেদের
CPIM on Kokata Municipality Election 2021: "ভোটলুঠের কায়দা বদল হয়েছে। এখন আর সরাসরি ভোট লুঠ নয়, ২০১৫ সালের মতো নয় এবার পরিবর্তিত কায়দায় ভোট দখল হয়েছে''।
কলকাতা: কলকাতা পুর নির্বাচনে (Kolkata Municipality Election 2021) ভোট হয়নি। অবাধ ভোট লুঠ হয়েছে। সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন বাম নেতৃত্ব। রবীন দেবদের অভিযোগ, এই ভোট থেকে নজর ঘোরাতে নন ইস্যুকে ইস্যু করে তৃণমূলকে (TMC) সাহায্য করেছে বিজেপি (BJP)। রবীন দেবের কথায়,”ত্রিপুরার ভোটে তৃণমূলকে সাহায্য করেছে বিজেপি, আর এখানে তাদের সাহায্য করেছে তৃণমূল। বিজেপি ভোটের আগে শুধু মামলা আর মামলা করেছে”।
রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে রবীন দেব অভিযোগ করেন, একদিকে তৃণমূল আশ্রিত গুন্ডা ও পুলিশের বাধাকে উপেক্ষা করে ‘বীরের মতো’ লড়াই করেছেন বাম কর্মীরা। এই সব উপেক্ষা করে ভোট হয়েছে। যদিও ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর সংযুক্তি, “ভোটলুঠের কায়দা বদল হয়েছে। এখন আর সরাসরি ভোট লুঠ নয়, ২০১৫ সালের মতো নয় এবার পরিবর্তিত কায়দায় ভোট দখল হয়েছে”।
এর পর বিরোধী দল বিজেপিকে কাঠগড়ায় তোলেন রবীন দেব। তিনি অভিযোগ করেন, “নন ইস্যুকে ইস্যু করেছে তৃণমূল। বিজেপিকে মাইলেজ দিয়েছে। এক জায়গায় ভোট হচ্ছে অন্য জায়গার বিঝায়করা এসে এমএলএ হস্টেলে বন্দি! আসলে সবই দৃষ্টি ঘোরাতে। এদিকে ৭৫ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর ওপর আক্রমণ করা হচ্ছে, এগুলো কীভাবে আড়াল করা হচ্ছে?”
রাজ্য নির্বাচন কমিশনের অপদার্থতায় ভোটের নামে প্রহসন হয়েছে বলে মন্তব্য রবীন দেবের। তাঁর কটাক্ষ, “যুবরাজ বলছেন নির্দিষ্ট ফুটেজ থাকলে তিনি ব্যবস্থা নেবেন। কাকে কে ফুটেজ দেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। অভিষেকও কলকাতার একজন ভোটার হিসাবে এখন কমিশনের অধীনে”।
বিভিন্ন অভিযোগ নিয়ে রাজ্য কমিশনের দ্বারস্থ হচ্ছে বামেরা বলে জানান রবীন দেব। রবীন দেবের অভিযোগ, পুলিশ-কমিশন ও তৃণমূলের গোপন বোঝাপড়া রয়েছে। তিনি বলেন, “পুলিশ বলছে প্রিসাইডিং অফিসার অভিযোগ না জানালে কীভাবে ব্যবস্থা নেবে, এদিকে প্রিসাইডিং অফিসার বলছে পুলিশ তো ছেড়ে দিয়েছে। পারস্পরিক বোঝাপোড়ায় মূল্য দিতে হয়েছে আমাদের। যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”
তিনি আরও অভিযোগ করেন, বেশ কিছু জায়গায় ভোট লুঠ হয়েছে। কিন্তু সেই অভিযোগ জানানোর সুযোগটাও দেয়নি কমিশন ও তৃণমূল। কারণ, প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগই জানাতেই পারেননি তাঁরা বলে দাবি বাম নেতৃত্বের। এই প্রেক্ষিতে আগামী দু’ দিন ধরে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বামেরা। প্রতিবাদে নামছে তারা।