Karnataka Assembly Election 2023: নন্দীগ্রামের ছায়া কর্নাটকে, রাতভর গণনার পর ১৬ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী

Karnataka Assembly Election 2023: বাকি কেন্দ্রগুলিতে গতকালই ফল প্রকাশ হয়ে গেলেও, সমস্য়া তৈরি হয়েছিল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি জয়ী হয়েছেন নাকি বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি, তা নিয়েই সংশয় তৈরি হয়।

Karnataka Assembly Election 2023: নন্দীগ্রামের ছায়া কর্নাটকে, রাতভর গণনার পর ১৬ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী
জয়ী বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি।
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 10:09 AM

বেঙ্গালুরু: টানটান উত্তেজনা। রাতভর গণনার পর অবশেষে ফল প্রকাশ হল কর্নাটকের জয়নগর (Jayanagar) কেন্দ্রের। শনিবার দুপুর থেকে কংগ্রেস প্রার্থী জিতেছেন বলে খবর রটলেও, আজ রবিবার শেষ অবধি নির্বাচন কমিশনের তরফে জানানো হল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি (CK Ramamurthy)। ভোটের ব্যবধান মাত্র ১৬। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। তাদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ১৬। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে ঠিক এই দৃশ্যটাই দেখা গিয়েছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রার্থী হয়েছিলেন। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী হিসাবে ঘোষণা করা হলেও, পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ১৬২২ ভোটে জয়ী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ২২৪আসনের বিধানসভা নির্বাচনের ১৩৫টি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি জিতেছে ৬৬টি আসনে। বাকি কেন্দ্রগুলিতে গতকালই ফল প্রকাশ হয়ে গেলেও, সমস্য়া তৈরি হয়েছিল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি জয়ী হয়েছেন নাকি বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি, তা নিয়েই সংশয় তৈরি হয়। শনিবার রাত অবধি তিনবার গণনা হয় ওই কেন্দ্রে। তারপরও বিজেপির তরফে ফের গণনার দাবি করা হয়। এরপর মধ্য রাত অবধি ফের চলে ভোট গণনা।

এ দিন সকালে নির্বাচন কমিশনের তরফে কর্নাটক বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, জয়নগর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সৌম্য় রেড্ডি নন, জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি। কংগ্রেস প্রার্থী যেখানে ৫৭ হাজার ৭৮১টি ভোট পেয়েছেন, সেখানেই বিজেপি প্রার্থী রামামূর্তি পেয়েছেন ৫৭ হাজার ৭৯৭টি ভোট। অর্থাৎ জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৬।

শনিবার মধ্য রাত অবধি গণনা চলে জয়নগর কেন্দ্রে। বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্যও। তিনবার গণনার পরও তেজস্বী সূর্য ফের গণনার দাবি করেন। এদিকে, অশান্তির খবর পেয়ে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারও ওই কেন্দ্রে যান।