Lok Sabha Elections 2024: ৩ আসন নিয়ে তীব্র দ্বন্দ্ব NDA-তে, শাহি উপস্থিতিতে মিটবে বিরোধ?BJP-শিন্ডে সেনায়

Maharashtra NDA: মহারাষ্ট্রে ইন্ডিয়ার আসন ভাগাভাগি চূড়ান্ত। কিন্তু এনডিএ-তে প্রকাশ্যেই চলছে ৩টি আসন নিয়ে দ্বন্দ্ব। এরই মধ্যে মঙ্গলবার রাজ্যে আসছেন অমিত শাহ। তাঁর উপস্থিতিতে মিটবে আসন ভাগাভাগি নিয়ে এই দ্বন্দ্ব?

Lok Sabha Elections 2024: ৩ আসন নিয়ে তীব্র দ্বন্দ্ব NDA-তে, শাহি উপস্থিতিতে মিটবে বিরোধ?BJP-শিন্ডে সেনায়
শাহি উপস্থিতিতে মিটবে বিরোধ?Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Mar 05, 2024 | 9:47 AM

কিরণ ডি. তারে, মুম্বই: চলতি মাসের শুরুতেই মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগির আলোচনা চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর, শিবসেনা (উদ্ধব) লড়বে ২১ আসনে, কংগ্রেস ১৫ট আসনে, আর শরদ পওয়ারের এনসিপি লড়বে ৯ আসনে। কিন্তু, অপর শিবিরে, অর্থাৎ এনডিএ-তে এখনও দ্বন্দ্ব অব্যাহত। মঙ্গলবারই, রাজ্যে আসছেন বিজেপির প্রধান ভোট-কুশলী অমিত শাহ। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে এক জনসভায় ভাষণ দেওয়ার কথা তাঁর। অমিত শাহ আসার এক দিন আগেও, লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে বিজেপি এবং শিবসেনার মধ্যে দ্বন্দ্ব তো মেটেইনি, বরং আরও তীব্র হয়েছে।

মতভেদ রয়েছে মূলত তিনটি আসন নিয়ে – মাভাল, রত্নগিরি-সিন্ধুদুর্গ এবং অমরাবতী। তিনটি আসনেই লড়ার বিষয়ে অনড় একনাথ শিন্ডের শিবসেনা। ওদিকে, বিজেপিও এই আসনগুলিতে তাদের দাবি ছাড়তে নারাজ। রত্নগিরি-সিন্ধুদুর্গে তাঁরাই প্রার্থী দেবেন বলে দাবি করে, প্রবীণ শিবসেনা নেতা রামদাস কদম প্রশ্ন তুলেছেন, “বিজেপি কি ছোট দলগুলোকে শেষ করে দিতে চায়?” রত্নগিরি-সিন্ধুদুর্গ আসনে, ১৯৯০ সাল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে আসছে শিবসেনা। বর্তমান সাংসদ বিনায়ক রাউত অবশ্য শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সদস্য। রামদাস কদমের দাবি, বিজেপির সঙ্গে যখন জোটে ছিল অবিভক্ত শিবসেনা, সেই সময় সবসময়ই আসনটি শিবসেনাকে ছেড়েছে বিজেপি। এবারও তাই করতে হবে।

কেন রত্নগিরি-সিন্ধুদুর্গ আসনটি শিবসেনার জন্য এত গুরুত্বপূর্ণ? আসলে, এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে, একনাথ শিন্ডের শিবসেনা, মহারাষ্ট্রের কোঙ্কন অঞ্চলে তাদের শক্তি প্রদর্শনের সুযোগ পাবে। মুম্বই-কোঙ্কন অঞ্চলে মোট ১২টি লোকসভা আসন রয়েছে। এর মধ্যে ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। শিবসেনা প্রতিদ্বন্দ্বিতা করবে মুম্বই দক্ষিণ-মধ্য কেন্দ্র থেকে। অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটিমাত্র আসন নিয়ে – মুম্বই উত্তর-পশ্চিম। দুই দলেরই নজর রয়েছে এই আসনটির দিকে। দক্ষিণ কোঙ্কনে মাত্র দুটি আসন – রায়গড় এবং রত্নগিরি-সিন্ধুদুর্গ। রায়গড়ের বর্তমান সাংসদ সুনীল তাকরে অজিত পওয়ারের এনসিপি দলের। ইতিমধ্যেই তারা এই আসনটি দাবি করেছে। শিন্ডের শিবসেনা যদি রত্নগিরি-সিন্ধুদুর্গ আসনে নিতে ব্যর্থ হয়, তবে সমগ্র কোঙ্কন অঞ্চলে তাদের সংসদীয় অস্তিত্ব থাকবে শুধুমাত্র একটি আসনে, মুম্বই দক্ষিণ-মধ্য। এতে তাদের ভবিষ্যতের বৃদ্ধি আটকে যেতে পারে।

প্রতিবেশী থানে জেলায়, শিবসেনা শুধুমাত্র একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কল্যাণ। বাকি তিনটি আসন – পালঘর, ভিওয়ান্ডি এবং থানেতে লড়াই করবে বিজেপি। অমরাবতী আসনটি, শিবসেনার প্রাক্তন সাংসদ আনন্দ আডসুল বিজেপিকে ছাড়তে অস্বীকার করেছেন। বর্তমানে এই আসনের সাংসদ নির্দল হিসেবে লড়া নবনীত রানা। জল্পনা রয়েছে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এবং তাঁকেই অমরাবতী থেকে প্রার্থী করতে পারে বিজেপি। সোমবারই আনন্দ আডসুল বলেছেন, “আমি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে নেব, কিন্তু কখনই রানার পক্ষে প্রচার করব না।”

একইভাবে, বিজেপি এবং শিবসেনার বিবাদের কেন্দ্রবিন্দুতে আছে মাভাল কেন্দ্রটিও। শিবসেনার বর্তমান সাংসদ শ্রীরং বার্নে এই আসনটি বিজেপিকে ছাড়তে রাজি নন। অন্যদিকে, হিন্দুত্ববাদীদের শক্ত ঘাঁটি হওয়ায় মাভাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বিজেপি।

মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার দাবি করেছেন, জোট শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এই মতপার্থক্য শীঘ্রই মিটে যাবে। তিনি বলেছেন, “মনে হয়, রামদাস কদম শুধুমাত্র রত্নগিরি-সিন্ধুদুর্গ আসন নিয়েই মন্তব্য করেছেন। আমাদের দলের সিনিয়র নেতারা আলোচনায় বসবেন এবং সব সমস্যার সমাধান করবেন।”