Modi in Barasat: ‘আমার জন্য দুর্গার মতো উঠে দাঁড়ায়’, বারাসতে নিজের পরিবারের খোঁজ দিলেন মোদী
PM Modi দল 'Modi Ka Parivaar': কারা আসলে মোদীর পরিবার? বুধবার (৬ মার্চ), বিজেপির বারাসতের সভায় এসে সেটাই খোলসা করলেন প্রধানমন্ত্রী। শোনালেন এমন এক কাহিনি, যা এর আগে তিনি কখনও কোথাও প্রকাশ করেননি। আজ বললেন, 'বাতানে কা মন কর রাহা হ্যায়' (বলতে খুব ইচ্ছা করছে)।
বারাসত: গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী মোদীর পরিবার নিয়ে চর্চা চলছে। বিহারের পটনায় আয়োজিত ইন্ডিয়া জোটের এক সভায়, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে। তারপর থেকেই তামাম বিজেপি নেতা, সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশে ‘মোদী কা পরিবার’, লেখা শুরু করেছেন। মোদী কা পরিবার এক নয়া প্রচারে পরিণত হয়েছে। তবে, তাতে লালুপ্রসাদের প্রশ্নের উত্তর মেলেনি। কারা আসলে মোদীর পরিবার? বুধবার (৬ মার্চ), বিজেপির বারাসতের সভায় এসে সেটাই খোলসা করলেন প্রধানমন্ত্রী।
বারাসতে, মহিলা সম্মান সভায় প্রধানমন্ত্রী দাবি করেন, এনডিএ সরকারের ক্ষমতায় ফেরা নিশ্চিত। সেই কারণে ‘ইন্ডি জোটে’র নেতাদের ‘ঘুম উড়ে গিয়েছে’। মানসিক ভারসাম্য হারিয়ে তারা মোদীকে গালি দেওয়া শুরু করেছেন। প্রশ্ন তুলছেন মোদীর পরিবার নিয়ে। মোদী বলেন, “একবার তাকিয়ে দেখুন, আমার দেশের মা-বোনরাই আমার পরিবার। বাংলার সকল মা-বোন আমার পরিবার। মোদীর পুরো শরীর, জীবনের সবটা সময় এই পরিবারের জন্য, দেশের মাতৃশক্তির জন্য সমর্পিত। মোদীর কোনও কষ্ট হলে, এই মা-বোনরাই কবজ হয়ে মোদীকে রক্ষা করেন। আমার জন্য বাংলার মা-বোন দুর্গার মতো উঠে দাঁড়ায়। আজ দেশের সকল দরীদ্র, কৃষক, যুবক, সকল মেয়ে-বোন বলছে আমি মোদীর পরিবার।”
গত শনিবার, বিহারের পটনায় ইন্ডিয়া জোটের এক বড় সভা ছিল। রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব-সহ জোটের তাবড় নেতারা অংশ নেন সেই সভায়। মধ্যমণি ছিলেন লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী। লালু প্রসাদ সেখানে বলেছিলেন, “আমাদের পরিবার নিয়ে আপত্তি তোলেন নরেন্দ্র মোদী। আমি প্রশ্ন করতে চাই তাঁর পরিবার কোথায়? তাঁর পরিবার নেই বলেই উনি আমাদের পরিবার নিয়ে প্রশ্ন তোলেন। নরেন্দ্র মোদীর নিজের পরিবার না থাকলে আমরা কী করতে পারি? তিনি রাম মন্দির নিয়ে বড়াই করেন। তিনি তো সত্যিকারের হিন্দুও নন। হিন্দু ঐতিহ্যে বাবা-মায়ের মৃত্যু হলে ছেলেকে অবশ্যই মাথা ও দাড়ি কামাতে হয়। মা মারা যাওয়ার পর মোদী তা করেননি।” এরপরই, তাবড় বিজেপি নেতা এবং অন্যান্য ক্ষেত্রের বহু বিশিষ্ট মানুষ, বিজেপি কর্মীরা নিজেদের মোদীর পরিবারের সদস্য বলে দাবি করা শুরু করেছেন।
আসলে, ইন্ডিয়া জোটের দলগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পরিবারতন্ত্রের রাজনীতির অভিযোগ করে আসছে বিজেপি। অমিত শাহ অতীতে এই জোটকে পরিবারতান্ত্রিক দলগুলির পরিবার রক্ষার জোট বলেছিলেন। সংসদের অন্দরে পরিবারতান্ত্রিক দল কোনগুলি তারও ব্যাখ্যা দিয়েছিলেন মোদী। তিনি জানিয়েছিলেন, এক পরিবারের একাধিক সদস্য রাজনীতিতে আসলেই, তাকে পরিবারতন্ত্রের রাজনীতি বলা চলে না। কিন্তু, যদি কোনও দল নিয়ন্ত্রিত হয় একটি পরিবারের দ্বারা তাকে পরিবারতান্ত্রিক দল বলতেই হবে।