Municipal Election 2022 Counting date: রাত পোহালেই ভাগ্যপরীক্ষা! কার পাল্লা ভারী থাকছে চার পুুরনিগমে?
West Bengal Municipal Elections 2022 Counting: ১৪ ফেব্রুয়ারি সকাল থেকেই সবার নজর থাকবে চার পুরনিগমের (Muncipal Corporation Election) দিকে। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা পর্ব। দক্ষিণবঙ্গের তিনটি পুরনিগম এবং উত্তরবঙ্গের একটি পুরনিগমের ভাগ্য পরীক্ষা হবে সোমবার।
কলকাতা : বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর। ইভিএমে বন্দী হয়েছে চার পুরনিগমের রায় (Muncipal Election Counting 2022)। শেষ পর্যন্ত কোন দলের পাল্লা ভারী থাকছে পুরভোটে? কোন কোন প্রার্থীর মুখের হাসি চওড়া হবে? উত্তর মিলবে সোমবারই। ১৪ ফেব্রুয়ারি সকাল থেকেই সবার নজর থাকবে চার পুরনিগমের (Muncipal Corporation Election) দিকে। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা পর্ব। দক্ষিণবঙ্গের তিনটি পুরনিগম এবং উত্তরবঙ্গের একটি পুরনিগমের ভাগ্য পরীক্ষা হবে সোমবার। ধারে ভারে পাল্লা ভারী থাকছে তৃণমূল কংগ্রেসের দিকেই। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরনিগমে নিজেদের দখল নিতে পারবে কি বিজেপি শিবির? সব প্রশ্নের উত্তর মিলবে সোমবার সকালে।
এর আগে কলকাতার পুরনিগম নির্বাচনে বিজেপিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এবারের পুরভোটেও কি সেই এই ধরনের কিছু অপেক্ষা করে রয়েছে? সেই সঙ্গে তৃণমূলের একার রাজ কতটা বজায় থাকবে? সেই সব প্রশ্নের উত্তরের দিকেই সোমবার তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল। ঘড়ির কাঁটা যত গড়াবে, ততই পরিষ্কার হবে সামগ্রিক ভোট চিত্র। উল্লেখ্য, চার পুরনিগমের নির্বাচনের গণনাতেও নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশ। স্ট্রংরুমগুলিকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনীতে।
শনিবার চার পুরনিগমের নির্বাচনকে বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির খবর পাওয়া গেলেও, শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোট গ্রহণ পর্ব নির্ঝঞ্জাটেই চলেছে। কোনও জায়গাতেই পুনর্নির্বাচনের প্রয়োজন নেই বলেই জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। আর এই সবের মধ্যেই সোমবার সকাল সাতটা থেকে চার পুরনিগমের ভোট গণনা শুরু হয়ে যাবে। ভোটগণনা পর্ব যাতে শান্তিপূর্ণভাবে করা যায়, তা নিশ্চিত করতে কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। উল্লেখ্য, শেষ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বিধাননগর পুরনিগমে ভাল ফল করেছিল বিজেপি। আসানসোলে পুরনিগমেও বিধানসভা ভোটে এগিয়ে ছিল বিজেপি। আবার শিলিগুড়িও বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। সব দিক থেকে, চার পুরনিগমের নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা