Asansol Municipal Election: আসানসোল পুরভোটে শাসক দলের কাঁটা ৬৩ গোঁজ প্রার্থী!

TMC: আসানসোল পুরনিগম নির্বাচনের (Asansol Municipality Election) জন্য লড়াইয়ে নেমেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সব মিলিয়ে ২৯ জন প্রার্থী।

Asansol Municipal Election: আসানসোল পুরভোটে শাসক দলের কাঁটা ৬৩ গোঁজ প্রার্থী!
তৃণমূলের গলার কাঁটা সেই নির্দল ( প্রতীকী চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2022 | 7:11 AM

আসানসোল: আসানসোল পুরনিগম নির্বাচনের (Asansol Municipality Election) জন্য লড়াইয়ে নেমেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সব মিলিয়ে ২৯ জন প্রার্থী। তার মধ্যে ৩ জন রয়েছেন কংগ্রেসের। বাকি ২৬ জনই নির্দল। তবে বিক্ষুব্ধ হেভিওয়েট তৃণমূল প্রার্থীদের একটা বড় অংশ মননোয়ন প্রত্যাহার করলেন এদিন। তবু শাসক দলের কাঁটা গোঁজ প্রার্থীই।

মোট ৮৯ জন নির্দল প্রার্থীর মধ্যে ২৬ জন নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। বিক্ষুব্ধ মেয়র পারিষদ সহ কাউন্সিলাররা নির্দল থেকে মনোনয়ন প্রত্যাহার করলেও শাসক দলের কাঁটা প্রাক্তন বিক্ষুব্ধ ডেপুটি মেয়র সহ ৬৩ জন প্রার্থী।

বৃহস্পতিবার মনোনয়ন পত্র তুলে নেন আসানসোল পুরনিগমের কুলটি এলাকার ৫৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মীর হাসিম। আসানসোল পুরনিগমের বিদায়ী পুর বোর্ডের মেয়র পারিষদ ও পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য ছিলেন মীর। কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে এবারের আসানসোল পুরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে। তার পর তিনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

কিন্তু আসানসোলের জিটি রোডের সেন্ট জোসেফ হাইস্কুলে মনোনয়ন কেন্দ্রে এসে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তাঁর দাবি, কোনও চাপ বা হুমকি নয়, তৃণমূল কংগ্রেসকে ভালবেসেই প্রত্যাহার করলেন নির্দলের মনোনয়ন।

আবার অনেকে এমন আছেন, যাদের দলের দেওয়া প্রার্থী পছন্দ হয়নি। প্রাক্তন মেয়র পারিষদ মীর হাসিমের মতো হাতেগোনা কয়েকজনকে শাসক দলের উচ্চ নেতৃত্ব বোঝাতে পেরে মনোনয়ন পত্র প্রত্যাহার করাতে সক্ষম হয়েছেন। দেখা গিয়েছে ৫৬ ওয়ার্ডের মমতা মণ্ডল মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি তৃণমূল কাউন্সিলর ছিলেন। ২৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ কভরেজ আলম তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন। একইভাবে ১০২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সরোজ কর্মকার উচ্চ নেতৃত্বের আবেদনে সাড়া দিয়ে নির্দল প্রার্থী প্রত্যাহার করেন।

এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন প্রাক্তন ডেপুটি মেয়র, ৫ প্রাক্তন মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান ও ৩০ জনের ওপর প্রাক্তন কাউন্সিলর। তবে মনোনয়ন প্রত্যাহার করানো যায়নি যায়নি বিদায়ী পুর বোর্ডের ডেপুটি মেয়র তাবাসুম আরার মতো অনেককেই।

বুধবার ৭ জন মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। বৃহস্পতিবার করলেন আরও ২২ জন। এবারের পুর নির্বাচনের জন্য আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ড থেকে মোট ৮৯ জন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। সবমিলিয়ে ২৬ জন নির্দল প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় এখনও পুর লড়াইয়ে থেকে গেলেন ৬৩ জন নির্দল প্রার্থী। আর এই নির্দল প্রার্থীর বেশির ভাগটাই শাসক দলের বিক্ষুব্ধ। ফলে শাসক দলে গোঁজ কাঁটা থেকেই গেল আসানসোল পুরনিগমের ভোটে।

আরও পড়ুন: Asansol Municipal Election: ‘তৃণমূলের কয়লা মাফিয়া’র হুমকিতে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ কংগ্রেসের, প্রার্থীর দাবিতে আরেক চমক