‘রাত হলেই মদ খাচ্ছে আর এ ধরনের অসভ্যতা করছে’

ভোটের মুখে এলাকায় উত্তেজনা ছড়াতেই এ ধরনের কার্যকলাপ বলে দাবি বিজেপির (BJP)।

'রাত হলেই মদ খাচ্ছে আর এ ধরনের অসভ্যতা করছে'
ভোটের মুখে এলাকায় হিংসার অভিযোগ বিজেপি নেতা বিশ্বজিৎ দাসের।
Follow Us:
| Updated on: Mar 28, 2021 | 3:33 PM

উত্তর ২৪ পরগনা: একদিকে উত্তর ২৪ পরগনার বাগদায় যখন বিজেপি ( BJP) প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। বসিরহাটে তখন বিজেপির পতাকা ছিড়ে তা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। কারও নাম না করলেও ঘটনায় তৃণমূলের দিকেই নিশানা করছেন বসিরহাটের বিজেপি নেতা বিশ্বজিৎ দাস। তাঁর অভিযোগ, রাত হলে রোজই এলাকায় ছুটছে মদের ফোয়ারা। ছেঁড়া হচ্ছে বিজেপির পতাকা, ফ্লেক্স।

বসিরহাট থানার বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ড। সেখানকার ১৯২ নম্বর বুথের ধোপাপাড়া রেলগেট এলাকা। রবিবার সকালে সেখানেই বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: বিজেপির ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা বাগদায়

সকালে স্থানীয় বিজেপি নেতৃত্ব তা দেখতে পায়। এ প্রসঙ্গে বিশ্বজিৎ দাসের অভিযোগ, “প্রায়ই এ ঘটনা ঘটছে। এরা এখন থেকেই সন্ত্রাস শুরু করেছে। রাত হলেই মদ খাচ্ছে, পার্টির কর্মীরা মদ খাওয়াচ্ছে, আর রাতভর গোটা ওয়ার্ডে এসব অসভ্যতা করে বেড়াচ্ছে।” খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে বসিরহাট থানার পুলিশ। বিশ্বজিৎ দাস জানান, নির্বাচন কমিশনকেও বিষয়টি জানানো হবে।

প্রত্যেকদিন এলাকায় এই ঘটনা ঘটছে বলে অভিযোগ বিশ্বজিৎ দাসের। তিনি বলেন, “প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এখানে মদের আসর বসে। রাত একটা দেড়টা পর্যন্ত হুড়োহুড়ি করে আর এ ধরনের অসভ্যতা করে। পুলিশ প্রশাসন যদি অবিলম্বে এসব বন্ধ না করে আমরা বড় আন্দোলনে নামব।”