কলকাতার তাজ বেঙ্গলে এলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ” করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। কিন্তু ভোট না হলে সাংবিধানিক সংকট দেখা দেবে। বাম সরকারের পতন ঘটানোয় মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ লড়াই করেছিলেন। দেশ তাঁকে মেনেছে। কিন্তু চৌত্রিশ বছরের বাম শাসন ও তার দশ বছর পরে দিদির শাসন, পঁয়তাল্লিশ বছরে রাজ্যের ভূমিকা শোচনীয়।” পাশাপাশি, মঙ্গলবার শহরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। বিজেপির দলীয় বৈঠকেই ঠিক হবে নমোর পরিবর্তিত ও পরবর্তী কর্মসূচি। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপির জাতীয় যুগ্ম সম্পাদক শিবপ্রকাশ এবং বিজেপি সাংসদ ভূপেন্দর যাদব-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। আজ বঙ্গে তিন জায়গায় ইতিমধ্যেই সভা সেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মুর্শিদাবাদে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
দেখুন বঙ্গ ভোটের সব লাইভ আপডেট…
উত্তর দিনাজপুর: ভোট ষষ্ঠীর আটচল্লিশ ঘণ্টা বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ইটাহার। সোমবার গভীর রাতে একটি মারুতি গাড়ি করে বোমা পাচার হচ্ছিল বলে অভিযোগ করে তৃণমূল (TMC)। অভিযোগ, পাচারকারীরা প্রত্যেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী। ঘটনায়, কাজল শেখ ও আবদুল হানিফ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। চালক মোর্তুজ আলি খান যদিও পলাতক। বাজেয়াপ্ত করা গাড়ি থেকে উদ্ধার দুটি হাত বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনীতির পারদে চড়েছে ইটাহারে।
বিস্তারিত পড়ুন: মারুতি গাড়িতে পাচার হচ্ছিল বোমা, গ্রেফতার ২ দুষ্কৃতী, বাজেয়াপ্ত গাড়ি, ঘাস-পদ্ম সংঘর্ষে উত্তপ্ত ইটাহার
পশ্চিম বর্ধমান: ভোটমুখী বঙ্গে বি-টাউনের তারকার আগমন। জয়া বচ্চনের পর এ বার তৃণমূলের (TMC) হয়ে পথে প্রচারে বলিউডের নায়িকা আমিশা প্যাটেল। সপ্তম দফায় নির্বাচন আসানসোল উত্তরে। তার আগেই কোমর বেঁধে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে, আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটকের সমর্থনে পথে নামলেন আমিশা।
বিস্তারিত পড়ুন: ‘কহো না মলয়জি সে প্যায়ার হ্য়ায়’,তৃণমূলের প্রচারে ঝড় তুললেন আমিশা, ‘পেমেন্ট পেয়ে এসেছেন’ তোপ বাবুলের
দক্ষিণ দিনাজপুর: নির্বাচনী প্রচারে এসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে সরব হলেন রাজারহাট-গোপালপুর বিধানসভার তারকা প্রার্থী অদিতি মুন্সি (Aditi Munshi)। বালুরঘাটের তৃণমূল (TMC) প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনে এ দিন সভা করেন অদিতি।
সভা থেকে তারকা অদিতি বলেন, ”ঘর থাকলে দ্বন্দ্ব তো থাকবেই। কিন্তু সেই দ্বন্দ্ব নিয়ে এত ভাবলে যদি ঘরটাই না থাকে তখন? তখন কোথায় যাবেন! গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। গাছতলা কি খুব নির্ভরযোগ্য জায়গা? আগে তো নিজের ঘরটা সুরক্ষিত রাখতে হবে। তবে তো বাইরের শত্রুকে হারানো যাবে।”
বিস্তারিত পড়ুন: ‘ঘর থাকলে তো দ্বন্দ্ব থাকবেই, কিন্তু যদি ঘরটাই না থাকে…’ তৃণমূলের ‘ভাঙন’ আড়াল করতে সমন্বয়-ই হাতিয়ার অদিতির
ভোটমুখী বঙ্গে রাজনৈতিক দলগুলির কপালে ভাঁজ ফেলছে করোনা সংক্রমণ। কোভিড প্রকোপে রীতিমতো প্রচারে কাটছাঁট করছে রাজনৈতিক দলগুলি। বিজেপির দলীয় সূত্রে খবর, এ বার নির্বাচনের শেষ তিন দফায় নরেন্দ্র মোদীর সূচিতেও রদবদল হতে চলেছে। আগামী ২২ ও ২৪ তারিখ রাজ্যে দুটি সভা করার কথা ছিল তাঁর। কিন্তু বিজেপি সূ্ত্রে খবর, এই চারটি সভা একইদিনে আগামী ২৩ তারিখ করতে পারেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার শহরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। বিজেপির দলীয় বৈঠকেই ঠিক হবে নমোর পরিবর্তিত ও পরবর্তী কর্মসূচি। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপির জাতীয় যুগ্ম সম্পাদক শিবপ্রকাশ এবং বিজেপি সাংসদ ভূপেন্দর যাদব-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
বঙ্গে এলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাজ বেঙ্গলে সাংবাদিক বৈঠকে রবিশঙ্কর বললেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকার পতনের জন্য যে লড়াই টা করেছেন তা অনস্বীকার্য। দেশ তাঁকে মেনেছে। কিন্তু, বামেদের ৩৪ বছরের শাসন আর মমতার ১০ বছরের শাসন, বাংলার হাল বেহাল করেছে। ক্ষমতায় আসার পর সবকিছু বদলে গিয়েছে তৃণমূলের। বাংলায় এলে মনে হয় উন্নয়ন যেন থমকে গিয়েছে। নরেন্দ্র মোদীর বাংলা নিয়ে অনেক ভাবনা আছে। বাংলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। সঠিক পরিকাঠামো প্রয়োজন উন্নয়ন ও বিকাশের স্বার্থে। বাংলার বর্তমান রাজনৈতিক অবস্থা দেখলে ভয় হয়। কী ছিল আর কী বাংলা হয়েছে। স্বাধীনতার সময়ের সেই বাংলা কোথায়! মেড ইন ইন্ডিয়া প্রকল্প এগিয়ে চলেছে। ভারতকে সবাই মানছে। সেখানে বাংলা কেন পিছিয়ে থাকবে! সেইজন্যই ভোট জরুরি। করোনা পরিস্থিতি উদ্বেগজনক বটে, তবে পাঁচ বছর অন্তর নির্বাচন না হলে সাংবিধানিক সংকট দেখা দেবে।”
বাংলা তথা দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোভিড পরিস্থিতির দিকে নজর দিয়ে একাধিক বিধিনিষেধ এনেছে নির্বাচন কমিশন (Election Commission)। এবার ২ মে ভোট গণনাতেও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।
২ মে ভোট গণনায় সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকেন। থাকেন ভোট কর্মী। তাই সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। এই দিকে খেয়াল করে এবার ভোট গণনার দিন বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করল কমিশন। বাড়ানো হচ্ছে ভোটগননা কেন্দ্রের ঘরের সংখ্যা। কোভিড প্রটোকল মেনে ১৪-১৫ টেবিলের বদলে রাখা হবে ৭টি টেবিল। ঘরের দৈর্ঘ্য বড় হলে তবেই বেশি টেবিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মতে, এতে সংশ্লিষ্ট গণনা কেন্দ্রে লোকসংখ্যা কম হবে। তাছাড়া দুটো দরজায় থাকবেন নিরাপত্তা বাহিনী।
বিস্তারিত পড়ুন: কোভিড পরিস্থিতিতে ভোট গণনাতেও নয়া বিধি কমিশনের
বীরভূম: ডেবরায় ভোট হয়ে গিয়েছে দ্বিতীয় দফাতেই। অন্যদিকে, শেষ দফায় নির্বাচন বীরভূমে। কিন্তু নিজের প্রতিপক্ষকে ভুলে যাননি প্রাক্তন আইপিএস অফিসার (IPS) হুমায়ুন কবীর। আমোদপুরে প্রচারে এসে ভারতী ঘোষকে সরাসরি তোপ দাগলেন তৃণমূল (TMC) নেতা। একই সঙ্গে নির্দল প্রার্থী তথা লাভপুরের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামকেও নিশানা করতে ছাড়লেন না হুমায়ুন।
বিস্তারিত পড়ুন: ‘ভারতী ঘোষ ভীষণ রঙিন চরিত্র, মনিরুল একটা ক্রিমিনাল’, বিস্ফোরক হুমায়ুন কবীর
মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা।
মুর্শিদাবাদ জেলায় ইতিহাস আছে একটা। রমজান মাস চলছে। আল্লা যেন আপনাদের রমজান কবুল করেন। জিয়াগঞ্জে ১০০ শয্যা-সহ কোভিড হাসপাতাল। আরও বড় করা হবে হাসপাতাল। মুর্শিদাবাদ পৌরসভা-সহ, জিয়াগঞ্জ এলাকায় একাধিক রাস্তাঘাট তৈরি হয়েছে। নিকাশি ব্যবস্থা ভাল হয়েছে। আপনাদের কাছে অনুরোধ ‘সামাজিক সুরক্ষা’টা করে নেবেন। বাড়ি বাড়ি সকলের বাড়িতে পানীয় জল দেওয়ার ব্যবস্থা হবে। আজিমগঞ্জে হাসপাতালের উন্নয়ন হবে। ভগবানগোলায় ৫ কোটি টাকা দেওয়া হয়েছে, স্ট্রিট লাইটের জন্য। শিক্ষা-স্বাস্থ্য-পরিবেশের জন্য অনেক কাজ করেছি। বিনা পয়সায় রেশন পান আপনারা। আমি কোথাও কোথাও শুনছি জোটের নামে ঘোট। বিজেপির সবচেয়ে বড় বন্ধু এখন সিপিএম কংগ্রেস। এখানে দয়া করে ভাগাভাগি করবেন না। সিপিএম-কংগ্রেস আর একটা দল জগাই-মাধাই-গদাই এখন জুটেছে বিজেপির পক্ষে। বুঝে ভোট দিন। আমাদের রিপোর্ট কার্ড দেখে আমাদের ভোট দিন। বিডিওকে গিয়ে জানাবেন। স্বাস্থ্যসাথী কার্ড টা করাবেন। টাকা দেবে সরকার। চিকিৎসা পাবে আপনার পরিবার। তৃণমূলকে ভোট দিন। আগামীকাল রামনবমী আছে। শান্তিপূর্ণ ভাবে পালন করুন। হিন্দু-মুসলিম নিয়ে দাঙ্গা লাগাতে চায় বিজেপি। মাস্ক না পরে এলে কিন্তু ভোট দেওয়া যাবে না। ভোট দিতে এলে মাস্ক পরে আসবেন। ভোট টা দেবেন। মুর্শিদাবাদের শিক্ষিত বুদ্ধিজীবী মানুষদের বলছি, আপনাদের সাহায্য পেলেি তবেই আমরা সরকার গড়তে পারব। দুজন প্রার্থী মারা গিয়েছেন। ইলেকশন কমিশনেরও করোনা হয়েছে। তাঁরা সব বাড়ি থেকে কাজ করবেন। বাড়ি থেকে কাজ করা মানেই বিজেপি সব করে দেবে। ভারতের প্রধানমন্ত্রী ৬৪ শতাংশ বাইরে পাঠিয়ে দিয়েছেন। নিজের দেশে ওষুধ নেই। বাইরে সব ওষুধ। পরভোলানো ঘর জ্বালানো। এখন তুমি বলছ, অনুমতি দিচ্ছ, ওষুধ কেনার। কলকাতাতে গতকালও ৪০ হাজার ভ্যাকসিন দিচ্ছি। গড়ে রোজ ২০ হাজার ভ্যাকসিন দিচ্ছি। একটা করে মাস্ক পরবেন। কোভিড হয়ে গিয়েও আবার হয়েছে। এ বারে কোভিড বেড়েছে কারণ, এক লক্ষ গুন্ডারা বাংলায় এসে কোভিড ছড়িয়ে পালিয়ে যাচ্ছে। সব দায় টা এ বার আমার ঘাড়ে এসে পড়বে। ৬ মাসে কোভিড বেড়ে গিয়েছে। ভারত সরকার একটা অপদার্থ সরকার। সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। কাল একটু দেখে টেখে রাখবেন। কালকের দিন টা নিয়ে ভাবছি। আবার কী না কি করে দেবে! বিজেপির মুখে ঝামা ঘষে দিয়ে বাংলা থেকে বিদায় জানান। :মমতা
মুর্শিদাবাদ: ষষ্ঠ দফা নির্বাচনের আগেও অব্যাহত ভোট সন্ত্রাস। সোমবার রাতে দলীয় প্রচার সেরে সাইকেলে চড়ে ফিরছিলেন এক তৃণমূল (TMC) কর্মী। আচমকা বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত বরঞা-র খোরজুনা গ্রামের বাসিন্দারা।
বিস্তারিত পড়ুন: সাইকেল চড়ে বাড়ি ফেরার পথে বোমার আঘাতে গুরুতর জখম তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি!
উত্তর ২৪ পরগনা: ষষ্ঠ দফা নির্বাচনের আগেও জারি ভোট সন্ত্রাস। নিমতায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য় করে ব্যাপক বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। বিজেপির তরফে পাঁচ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায়, দুটি বাইক বাজেয়াপ্ত করেছে নিমতা থানার পুলিশ।
বিস্তারিত পড়ুন: প্রচার শেষের পরেই বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ, উত্তপ্ত নিমতা
হামলার আঁচ মিলেছিল আগেই। তৃণমূল কর্মীরা আগেই নাকি হুমকি দিয়েছিল প্রাণে মেরে ফেলার। সোমবার মধ্যরাতে হরিহরপাড়ায় কী ঘটতে চলেছে, তার নাকি মিলেছিল সন্ধ্যাতেই। মুর্শিদাবাদের তেঁতুলিয়ায় তৃণমূলের মিছিল থেকেই মিলেছিল হামলার ইঙ্গিত। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেস কর্মীর মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ তুললেন মুর্শিদাবাদের সংযুক্ত মোর্চার প্রার্থী নিয়াজউদ্দিন শেখ।
বিস্তারিত পড়ুন: খুনের ইঙ্গিত মিলেছিল সন্ধ্যাতেই! ভোটের প্রাক লগ্নে বোমাবাজিতে কংগ্রেস কর্মীর মৃত্যুতে উত্তাল অধীর গড়
ফের উত্তপ্ত খড়দা। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। উত্তেজনা খড়দার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাতুলিয়ার ঘণ্টা পুকুর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছো়ড়া হয়। রাতে দুষ্কৃতীরা বাইকে এসে বাড়ির সামনে পরপর ছ”টি বোমা ছোড়ে বলে অভিযোগ। তিনটি বোমা ফাটে। বাকি পড়ে থাকা বোমা-গুলি খড়দা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ছড়িয়েছে আতঙ্কও।
বিস্তারিত পড়ুন: খড়দায় বিজেপি কর্মীর বাড়িতে ছোড়া হল পরপর ছ’টি বোমা, তিনটে ফাটল বাকিগুলো রইল পড়েই!
ভোট (West Bengal Assembly Election 2021) মিটলেও জারি সন্ত্রাস। আবারও উত্তপ্ত পানিহাটি (Panihati)। আবারও চলল বেপরোয়া বোমাবাজি। এবার তৃণমূল (TMC) কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। তির বিজেপির (Bengal BJP) দিকে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পানিহাটি ঘোলা চণ্ডীতলা এলাকা। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম পরেশ দাস। তিনি পেশায় অটোচালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তিনি অটো নির্দিষ্ট এলাকায় স্ট্যান্ড করিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনও অতর্কিতে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় অনেকটা দূর ছিটকে পড়েন তিনি। তাঁর গায়ে হাত-পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে।
বিস্তারিত পড়ুন: আবারও পানিহাটি! বাড়ি ফেরার পথে পিছন থেকে বোমা, ঝলসানো শরীরে একশো মিটার দূরে ছিটকে পড়লেন তৃণমূল কর্মী
ভোটের আগে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। তৃণমূল ও কংগ্রেস দু’পক্ষের মধ্যে বচসায় ব্যাপক বোমাবাজি। চলল গুলিও। মধ্যরাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের হরিহরপাড়া। মৃত্যু হয়েছে কাসেম আলি (৫২) নামে এক ব্যক্তির। তিনি এলাকায় কংগ্রেস কর্মী বলেই পরিচিত। হরিহরপাড়ার রায়পুরে নির্বাচনী সভা সেরে ফিরছিলেন কংগ্রেস কর্মীরা। সেসময় তাঁদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে লাঠি, লোহার রড, ধারাল অস্ত্র নিয়ে হামলা চল। পরে এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায়।
বিস্তারিত পড়ুন: মুড়িমুড়কির মতো পড়তে থাকে বোমা, তারপর গুলি! অধীর গড়ে মধ্যরাতের অতর্কিত হামলায় নিহত কংগ্রেস কর্মী