আধাসেনাকে রুখতে নতুন ‘নিদান’ মমতার, ‘অস্ত্র’ এ বার কোভিড

আগেরবারের মতো এ বার 'ঘেরাও' করার মতো কোনও মন্তব্য তিনি করেননি। তবে করোনার বাড়তে থাকা সংক্রমণকে হাতিয়ার করে কেন্দ্রীয় বাহিনীর থেকে দূরত্ব বজায় রাখার আবেদন জানাতে শোনা যায় তাঁকে।

আধাসেনাকে রুখতে নতুন 'নিদান' মমতার, 'অস্ত্র' এ বার কোভিড
ছবি- ফেসবুক
Follow Us:
| Updated on: Apr 25, 2021 | 5:27 PM

মুর্শিদাবাদ: শেষ দু’দফার ভোট বাকি থাকতে ফের একবার আধাসেনাকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ বার বেশ কিছুটা ‘সাবধানী’ ছিলেন নেত্রী। রবিবার বহরমপুরে ভার্চুয়াল প্রচারে এসে বক্তব্য রাখার সময় নতুন ‘নিদান’ দিতে শোনা যায় তাঁকে। যদিও আগেরবারের মতো এ বার ‘ঘেরাও’ করার মতো কোনও মন্তব্য তিনি করেননি। তবে করোনার বাড়তে থাকা সংক্রমণকে হাতিয়ার করে কেন্দ্রীয় বাহিনীর থেকে দূরত্ব বজায় রাখার আবেদন জানাতে শোনা যায় তাঁকে।

এ দিন বহরমপুরে রবীন্দ্র সদন অডিটোরিয়ামে ভার্চুয়াল সবাবেশ থেকে তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, “কেউ ঘরে ঢুকতে গেলে বলবেন ভাই দূর থেকে কথা বলো। কারণ এদের কার কার কোভিড আছে আমরা কেউ জানি না। সোজাসুজি বলবেন, আমরা এখন বাড়িতে বহিরাগতদের ঢুকতে দিচ্ছি না। আর যদি গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখায়, মা বোনেরা বলবেন, ভাই তোমাদের কোভিড আছে আগে গিয়ে চিকিৎসা করাও।” তাঁর এই দাওয়াইও একপ্রকার আধাসেনাকে রোখার জন্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, ভোটের ডিউটি করতে আসা আধাসেনাদের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৭০ জনের কাছাকাছি জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন।

চলতি নির্বাচনের গোড়া থেকেই একাধিকবার নানাভাবে আধাসেনাকে নিশানায় নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী কার্যত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অঙ্গুলিহেলনে কাজ করছে বলেও একাধিকবার অভিযোগ করেছেন মমতা। যদিও এই নিয়ে অমিত শাহ সাফাই দিয়ে বলেছিলেন, ভোটের সময় আধাসেনাকে স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রণ করে না। করে নির্বাচন কমিশন। যদিও মমতার আক্রমণের ধার কমেনি।

আরও পড়ুন: অক্সিজেন সরবরাহে মসৃণতা আনতে রাজ্যে নিয়োগ বিশেষ নোডাল অফিসার

এর কয়েকদিনের মধ্যেই কোচবিহারের এক জনসভা থেকে গ্রামবাসীদের আধাসেনাকে ‘ঘেরাও’ করে রাখার নিদান দেন মমতা। এই নিয়ে কমিশনে অভিযোগ জানায় বিজেপি। কোচবিহারেই আবার ভোটের দিন আধাসেনার গুলি লেগে মৃত্যু হয় চার গ্রামবাসীর। বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল সুপ্রিমোর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। তাই এ বার খানিকটা ‘সাবধানী’ মন্তব্য করলেন তিনি।

আরও পড়ুন: সস্তায় স্রেফ ৪৫ মিনিটে করোনা পরীক্ষার রেজাল্ট, যুগান্তকারী আবিষ্কার আইআইটি খড়গপুরের