Panchayat Election 2023: বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছিল প্রচুর বোমা, ২৪ ঘণ্টার মধ্যে হাওড়ায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তৃণমূল কর্মী
Panchayat Election 2023:প্রসঙ্গত, মিনসরের বাড়ির সামনের একটি পুকুর থেকে বৃহস্পতিবার ত্রিশটি বোমা উদ্ধার হয়। বিজেপির দাবি, পুলিশের ভয়ে বোমাগুলি পুকুরে ফেলে দিয়েছিলেন মিনসরের স্ত্রী।
হাওড়া: ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের নানা প্রান্তে থেকে লাগাতার এসেছে অশান্তির খবর। ঝরেছে রক্ত। অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রাক-ভোট হিংসায় বাংলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। এদিকে এরইমধ্যে হাওড়ায় (Howrah) আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম মিনসর শেখ। এলাকায় সে তৃণমূল কর্মী বলেই পরিচিত বলে জানা যাচ্ছে। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি (BJP)। এলাকার বিজেপি নেতাদের দাবি, শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট হোক, এটা চায় না শাসকদল। তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে গোটা রাজ্যে।
প্রসঙ্গত, মিনসরের বাড়ির সামনের একটি পুকুর থেকে বৃহস্পতিবার ত্রিশটি বোমা উদ্ধার হয়। বিজেপির দাবি, পুলিশের ভয়ে বোমাগুলি পুকুরে ফেলে দিয়েছিল মিনসরের স্ত্রী। এদিকে ভোটের মুখে রাজ্যের নানা স্পর্শকাতর এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই তল্লাশি অভিযানেই এদিন ডোমজুড় থানার অন্তর্গত কোরোলা এলাকার বাসিন্দা মিনসর শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যা নিয়েই চাপানউতর তৈরি হয়েছে ওই এলাকায়। ধৃত তৃণমূল কর্মীকে এদিন ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত।
ঘটনায় বিজেপির রাজ্য সহ সম্পাদক উমেশ রাই শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “তৃণমূল আসলে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন হতে দিতে চায় না। এখন হাওড়া থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থক মিনসারকে ধরা হয়েছে। পুলিশ আসার আগেই তাঁর বউ বাড়িতে মজুত থাকা বোমাগুলি পুকুরে ফেলে দিয়েছিলেন। আজ যখন ওকে গ্রেফতার করা হয় তখন ওর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুরো এলাকাটাই আসলে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে কীভাবে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন হতে পারে তাই এখন প্রশ্নচিহ্নের সামনে।” যদিও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেছেন, “রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। কে কোথায় অ্যারেস্ট হল তার সঙ্গে দলের কোনও যোগ নেই। পুলিশ পুলিশের কাজ করছে।”