Panchayat Election 2023: নির্দলদের হয়ে প্রচারে নামল আদিবাসী কুড়মি সমাজ, পুরুলিয়ায় কি বাড়ছে শাসকের অস্বস্তি

Adibasi Kurmi Samaj: নির্দল প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারে শুরু করেছে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া-২ ব্লকে বুধবার এমনই দৃশ্য দেখা গেল। ৬ জন নির্দল প্রার্থীর সমর্থনে বোঙাবাড়ি গ্রামে ভোটের প্রচারে নামলেন আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিরা।

Panchayat Election 2023: নির্দলদের হয়ে প্রচারে নামল আদিবাসী কুড়মি সমাজ, পুরুলিয়ায় কি বাড়ছে শাসকের অস্বস্তি
আদিবাসী কুড়মি সমাজ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 10:10 PM

পুরুলিয়া: জমে উঠেছে পঞ্চায়েতের আসর (Panchayat Election  2023)। একদিকে যেখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন চলছে, ঠিক সেই সময়েই পুরুলিয়ার রাজনীতিতে নতুন মোড় নিতে শুরু করেছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। আদ্যোপান্ত সামাজিক সংগঠন হলেও, এবারের ভোট ময়দানে জোর চর্চা এদের নিয়ে। সরাসরি কোনও রাজনৈতিক দলকে সমর্থনের কথা ঘোষণা করেনি আদিবাসী কুড়মি সমাজ। কিন্তু ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছে তারা। নির্দল প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারে শুরু করেছে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া-২ ব্লকে বুধবার এমনই দৃশ্য দেখা গেল। ৬ জন নির্দল প্রার্থীর সমর্থনে বোঙাবাড়ি গ্রামে ভোটের প্রচারে নামলেন আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, এদিন পুরুলিয়া-২ ব্লকে নির্দলদের প্রচার কর্মসূচি থেকে শাসক বিরোধী স্লোগানও ওঠে। এখানে কুড়মি অধ্যুষিত ডুমুরডি সংসদে প্রার্থী দিতে পারেনি তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে জয়ী হয়েছেন কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী রঘুনাথ মাহাতো। আর আজ সেই ডুমুরডিতেই রঘুনাথ মাহাতোকে নিয়ে একটি মিছিল করা হয়। গোটা গ্রাম ঘোরে সেই মিছিল। পুরুলিয়ার ভোট ময়দানে আদিবাসী সমাজ কি ক্রমেই এক্স ফ্যাক্টর হয়ে উঠছে? এমন প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলে। কারণ, কিছুদিন আগেই তৃণমূলের টিকিট না পাওয়া জেলা পরিষদের দুই বিক্ষুব্ধ প্রার্থীকে সমর্থন দিয়েছে কুড়মি সমাজ। নির্দল হয়ে ভোটে দাঁড়াচ্ছেন তাঁরা, আর পিছন থেকে থাকছে কুড়মিদের সমর্থন।

এদিকে পুরুলিয়া জেলা আদিবাসী কুড়মি সমাজের যুব সভাপতি বিশ্বজিৎ মাহাতো শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘হুমকির রাজনীতি এখানে কোনওদিন হয়নি। কিন্তু আজ সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ওনারা (শাসক শিবির) আতঙ্কিত হয়ে হুমকি দিচ্ছেন।’ নির্দলদের প্রতি যে আদিবাসী কুড়মি সমাজের পূর্ণ সমর্থন রয়েছে, সেই কথাও জানিয়েছেন তিনি।

তাহলে কি কুড়মি-কাঁটা ক্রমেই অস্বস্তি বাড়াচ্ছে শাসক শিবিরের? যদিও এমন কথা উড়িয়ে দিচ্ছে জেলার তৃণমূল নেতৃত্ব। পুরুলিয়ার বিদায়ী সভাধিপতি তথা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূলের বিরোধিতা করাই আদিবাসী কুড়মি সমাজের রীতি হয়ে উঠেছে। তবে জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি। বললেন, ‘পুরুলিয়া জেলায় কুড়মি সমাজের ভোট অনেকটা আছে। কিন্তু কারও হাতেই কুড়মি সমাজের ভোট গচ্ছিত নেই।’ তবে শাসক বিরোধী এই হাওয়ায় কিছুটা ভোট তৃণমূলের হাতছাড়া হতে পারে, সে কথা মেনে নিচ্ছেন তিনি।