২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে নিউটাউন বইমেলা
সংবর্ধিত হবেন লেখক স্বপ্নময় চক্রবর্তী, কবি শাহনাজ নবী এবং 'কোরক' পত্রিকার সম্পাদক তাপস ভৌমিক।
কলকাতা: করোনা পরিস্থিতি পেরিয়ে চারপাশ যখন স্বাভাবিক হচ্ছে ঠিক তখনই হতে অনুষ্ঠিত হতে চলেছে ৭ম নিউটাউন বইমেলা (Newtown Book Fair)। ২৬ ফেব্রুয়ারি শুরু হবে এই মেলা। উদ্বোধন করবেন হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন। মেলা চলবে ৭ মার্চ পর্যন্ত। মেলার সময় প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি জয় গোস্বামী, অভিনেতা দেবশঙ্কর হালদার, কবি সুবোধ সরকার, লেখিকা মৌমিতা-সহ আরও অনেকে। নতুন বইয়ের সম্ভার নিয়ে বইমেলায় ৭০টি বইয়ের স্টল থাকবে। মেলায় হাজির হচ্ছেন বাংলার বহু নামযাদা প্রকাশনা সংস্থা।
বইমেলা উপলক্ষে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ বিকেল ৪টেয় অনুষ্ঠিত হবে ৫ম জাতীয় কবিতা উৎসব। সংবর্ধিত হবেন লেখক স্বপ্নময় চক্রবর্তী, কবি শাহনাজ নবী এবং ‘কোরক’ পত্রিকার সম্পাদক তাপস ভৌমিক। কবিতাপাঠে অংশ নেবেন রাহুল পুরকায়স্থ, সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, সুব্রত সরকার, যশোধরা রায়চৌধুরী, ঈশিতা ভাদুড়ী, পায়েল সেনগুপ্ত, উপাসনা সরকার, অনুক্তা ঘোষাল প্রমুখ।
আরও পড়ুন: ‘আরিয়া’র পর পারিশ্রমিক বাড়ানোয় কাজ পেতে সমস্যা সুস্মিতার?
‘প্রতিষ্ঠানের কুক্ষিগত নেই আর সাহিত্য, আজ সে সত্যিই মুক্ত’ শিরোনামের আলোচনায় অংশ নেবেন অরুণ কুমার চক্রবর্তী, অনিন্দিতা গোস্বামী, ধীমান ব্রহ্মচারী, সুধাংশু রঞ্জন সাহা, পৌলমী ভট্টাচার্য এবং সত্যজিৎ বিশ্বাস। ‘আধুনিক বাংলা কবিতায় সর্বজনীনতার অভাব’ আলোচনায় অংশ নেবেন সুধীর দত্ত, বীথি চট্টোপাধ্যায়, নির্মাল্য মুখোপাধ্যায়, আশিস গিরি, প্রশান্ত মাজী প্রমুখ। কবিতা উৎসব আলোচনায় থাকবেন রিনা গিরি, সঞ্জয় জানা ও পীযূষ রঞ্জন ঘোষ।
নিউটাউন বইমেলা সমিতির সভানেত্রী ঊর্মিলা সেন TV9 বাংলাকে বলেন, “সৌমত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বক্তব্য রাখবেন দেবশঙ্কর হালদার। স্বামী বিবেকানন্দকে নিয়ে বলবেন তরুণ গোস্বামী। কয়েকটি সেমিনার থাকছে। আনন্দ, পেঙ্গুইন, দেব সাহিত্য কুটিরের মতো প্রকাশনা এ বার নিউটাউন বইমেলায় অংশ নিচ্ছেন।”
অতিমারি পরিস্থিতিতে সরকারের সব নিয়ম মেনে অনুষ্ঠিত হবে এই মেলা। অতিমারি সুরক্ষার বিষয়ে HIDCO এবং NKDA-র সহায়তার কথা স্বীকার করেছে বইমেলা কমিটি। মেলায় ঢোকার মুখে স্যানিটাইজারের ব্যবস্থা থাকছে। মাস্ক বাধ্যতামূলক। কীভাবে যাবেন: নিউটাউনগামী বাসে চেপে রবীন্দ্র তীর্থ স্টপেজে নামতে হবে। সেখান থেকে হাঁটা পথে নিউটাউন মেলা প্রাঙ্গণ।