Payal-Kangana-Dhaakad: কঙ্গনার ‘ধাকড়’ ফ্লপ, পায়েলের ‘অভিশাপ’ কি সত্যি লেগে গেল?  পায়েল কী বলছেন?

Payal-Kangana-Dhaakad: পুরো শো জুড়ে কঙ্গনা বলে এসেছিলেন এই শো 'ঘর ঘর কি কাহানি'র মতো নয়, অথচ যাকে বিজয়ী করা হল, তাঁর চরিত্র একদম সেই মতো।

Payal-Kangana-Dhaakad: কঙ্গনার ‘ধাকড়’ ফ্লপ, পায়েলের ‘অভিশাপ’ কি সত্যি লেগে গেল?  পায়েল কী বলছেন?
পায়েলের ক্ষোভ এখনও যায়নি কঙ্গনার উপর থেকে
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2022 | 8:43 AM

‘লপ-আপ’ রিয়্যালিটি শো-তে দ্বিতীয় হয়ে বেজায় চটে রয়েছেন পায়েল রোহতগি (Payal Rohatgi)। কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) ‘ধাকড়’ (Dhaakad) মুক্তির আগে পায়েল সোশ্যাল মিডিয়াতে চেয়েছিলেন যেন ফ্লপ হয় ছবি। আর সত্যি তা হওয়ায় স্বভাবতই খুশি তিনি। পায়েলের মতে সবই ‘করমা’। শুধু কঙ্গনা নন, ছবি ফ্লপের জন্য পায়েল মুনাওয়ার ফারুকিকেও উপহাস করেছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে যা বলেছেন, তা হচ্ছে প্রতিযাগিতার বিজয়ী মুনাওয়ারের ১৮ লক্ষ (এই জন্যই নাকি তিনি লক-আপ জিতেছিলেন) অনুরাগী রয়েছে। অথচ তাঁরা কেউ কঙ্গনার ছবির প্রচার করেননি। এমনকি কেউ সিনেমা দেখতেও যায়নি। অথচ একেই জিতিয়েছিল কঙ্গনা। আসলে পায়েলের বক্তব্য অনুযায়ী ভুল লোকের সঙ্গ দিলে এমনই হয়।

কঙ্গনার ‘ধাকড়’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। প্রথম দিন ছিল ১ কোটি আর দ্বিতীয় দিন শুধুমাত্র ৫০ লাখ ব্যবসা করেছে ছবি। অন্যদিকে এই ছবির সঙ্গে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’ ছবিও মুক্তি পায়। এই সিনেমা শুধু ভাল ব্যবসাই করছে না, প্রবল চাহিদা রয়েছে সিনেমার শো-এর। তাই মাল্টিপ্লেক্সগুলো ঠিক করেছিল রবিবার থেকেই কঙ্গনা সিনেমার শো কমিয়ে তার জায়গায় কার্তিকের ছবি শো দেবেন।

কয়েকদিন আগে কঙ্গনা সলমন কানের বোন অর্পিতার দেওয়া ঈদের পার্টি থেকে ফিরে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। যে ছবিতে সলমন, একতা কাপুরদের সঙ্গে পার্টি করতে ব্যস্ত কঙ্গনা। সেই ছবি দেখেই বেজায় চটে যান পায়েল। তাঁর মনে হয়েছে, ‘বেকার তারকাদের’ সঙ্গে মিশেই নাকি কঙ্গনা মুনাওয়ারকে প্রতিযোগিতায় বিজয়ী করেন। যদিও পুরো শো জুড়ে কঙ্গনা বলে এসেছিলেন এই শো ‘ঘর ঘর কি কাহানি’র মতো নয়, অথচ যাকে বিজয়ী করা হল, তাঁর চরিত্র একদম সেই মতো।

কেন বলছেন পায়েল ফারুকিকে ঘর ঘর কি কাহানির মতো?  আসলে ফারুকি বিবাহিত। এক সন্তানের বাবা। আবার তাঁর একজন বান্ধবী রয়েছেন। শো-তে আবার রোম্যান্স করতেও দেখা যায়। আর একতা কাপুরের মেগা ধারাবাহিকে পুরুষ চরিত্রগুলো এমনই হয়। সেই কারণেই পায়েলের এই বক্তব্য।

অন্যদিকে পায়েল কঙ্গনার ছবির প্রিমিয়ারে যান। সেই ছবিও তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সঙ্গে ক্যাপশন দেন, “রঙ্গোলি (কঙ্গনার বোন) তুমি খুব ভাল মানুষ, তবে তোমার বোন কঙ্গনা আমায় দেখে মোটেই খুশি হননি। বরং মুখ গোমরা করে ছিল”। সব মিলিয়ে কঙ্গনা এখন পুরো ব্যাকফুটে। তিনি সকলের ছবি নিয়ে নানা মন্তব্য করতে থাকেন। এবার তাঁর শোনার পালা।