অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখাই করতে পারেননি তাঁর মেয়ে, কেন?
Bhaswar Seeks Help for Basanti: বাসন্তীদেবীর চিকিৎসা যাতে ঠিকমতো হয়, আর্থিক সাহায্য চেয়ে একটি পোস্ট করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তরুণ মজুমদার পরিচালিত 'আলো' ছবি থেকে 'গীতা এলএলবি' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। বাসন্তদেবীর পুত্রের চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর।
সরস্বতী পুজোর সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। ২ লাখ টাকারও বেশি বিল হয়েছিল তাঁর। ধার করে সেই টাকা মিটিয়েছিলেন বাসন্তীদেবীর ড্রাইভার মলয় চাকি, TV9 বাংলার কাছে দাবি করেছিলেন তেমনটাই। তিনিই TV9 বাংলাকে প্রথম বলেছিলেন, “জেঠি (বাসন্তীদেবী) যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বিল হয়েছিল ২ লাখ টাকা। আমি বন্ধুদের থেকে টাকা ধার নিয়ে বিল মেটানোর ব্যবস্থা করি। সুস্থ হয়ে বাড়ি ফিরে জেঠি ধার করা সেই টাকা মিটিয়ে দিয়েছিলেন।” তারপর ১৩ মার্চ দমদমের এক বেসরকারি হাসপাতালে ফের ভর্তি হন বাসন্তীদেবী। কোমায় চলে গিয়েছিলেন তিনি। একটা কিডনি খারাপ হয়ে গিয়েছে তাঁর। সেই হাসপাতালের বিলটাও অনেক। তারকার ড্রাইভার মলয় চাকি জানিয়েছেন, ফিক্সড ডিপোজ়িট ভেঙে টাকা মেটানো হচ্ছে। আর বাসন্তীদেবীর পরিবার?
‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন বাসন্তী চট্টোপাধ্য়ায়। অনেকদিন থেকে তাঁকে দেখা যাচ্ছে না। সন্তান আছে তাঁর। কিন্তু সেই সন্তানেরা কেউই নাকি কোনও টাকাপয়সা দিয়ে সাহায্যে করেননি বাসন্তীদেবীকে, দাবি করেছেন ড্রাইভার মলয় চাকি। প্রথমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন যখন, একদিন ছেলেমেয়ে এবং একদিন জামাই গিয়ে দেখে এসেছিলেন ভিজ়িটিং আওয়ার্সে। ব্যস, ওইটুকুই নাকি ছিল তাঁদের কর্তব্য, দাবি মলয়ের। মেয়ে নাকি একবারও গিয়ে দেখা করেননি মায়ের সঙ্গে। পরিবার যে তেমন সাহায্য করছে না বাসন্তীদেবীকে, তা নিয়ে আগেই মুখ খুলেছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীদের কেউ-কেউ।
বিষয়টি নিয়ে বাসন্তীদেবীর জামাই শঙ্কর চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে TV9 বাংলা। মেয়ে কেন মাকে হাসপাতালে দেখতে গেলেন না, সেই প্রসঙ্গে জানতে চাওয়ায় শঙ্করবাবু বলেছেন, “আমার স্ত্রী (বাসন্তী চট্টোপাধ্যায়ের কন্যা) অসুস্থ। নার্ভের অসুখে ভুগছেন দীর্ঘদিন। ডেঙ্গু হয়েছিল তাঁর। তাই তিনি বের হতে পারেননি বাড়ি থেকে। গিয়ে মাকে দেখতে পারেননি।” ড্রাইভার মলয়ের দাবিকে অবশ্য নস্যাৎ করে দিয়েছেন শঙ্কর, “আমরাই টাকা পয়সা মেটাচ্ছি।”
তাই-ই যদি হয়, তা হলে অভিনেত্রীর গাড়িচালক কেন বললেন, বিল মেটানোর জন্য অর্থ ধার করতে হয়েছে? তা শুনে শঙ্করবাবু খানিকটা অপ্রস্তুত হয়ে বলেছেন, “মানে, মা (শাশুড়ি বাসন্তীদেবীকে ‘মা’ সম্বোধন করেন তিনি)-এরই তো টাকা সব। তিনি বাড়ি বিক্রি করে মেয়েকে ২০ লাখ টাকা দিয়েছিলেন। সেই টাকা থেকে ৫ লাখ ফিক্সড ডিপোজ়িট হিসেবে রাখা ছিল। সেটা ভাঙাতে হচ্ছে।”
বাসন্তীদেবীর চিকিৎসা যাতে ঠিকমতো হয়, আর্থিক সাহায্য চেয়ে একটি পোস্ট করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্য়ায়। তরুণ মজুমদার পরিচালিত ‘আলো’ ছবি থেকে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। বাসন্তদেবীর পুত্রের চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর। ফেসবুক পোস্টে লিখেছেন, “সকলের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ দীর্ঘদিন। ক্যানসার ছাড়াও নানা ধরনের অসুস্থতা রয়েছে তাঁর। সম্প্রতি কিডনির এবং হার্টের সমস্যার জন্য অনেকদিন আইসিইউতে ভর্তি আছেন। দমদম স্টেশন সংলগ্ন একটি ছোট নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। পারিবারিক অবস্থা একেবারেই স্বচ্ছল নয়। তাঁর মধ্যে বছরে কয়েকবার অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি থাকতে হয় তাঁকে। আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করছি। আপনাদেরও পাশে চাই…”