Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার একই রাস্তায় নামছেন দেবও! প্রবল সমালোচনার মুখে ‘অ্যাকশন’ সাংসদের

Dev: ১৪ দিন কেটে গিয়েছে। এখনও পর্যন্ত আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামতে দেখা যায়নি তৃণমূল সাংসদ দেবকে। কিছু দিন আগেই প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন জর্ডান। সেখান থেকে ট্রিপের ছবি শেয়ার করায় হয়েছিলেন কটাক্ষের শিকারও।

এবার একই রাস্তায় নামছেন দেবও! প্রবল সমালোচনার মুখে 'অ্যাকশন' সাংসদের
দেব।
Follow Us:
| Updated on: Aug 24, 2024 | 6:36 PM

১৪ দিন কেটে গিয়েছে। এখনও পর্যন্ত আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামতে দেখা যায়নি তৃণমূল সাংসদ দেবকে। কিছু দিন আগেই প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন জর্ডান। সেখান থেকে ট্রিপের ছবি শেয়ার করায় হয়েছিলেন কটাক্ষের শিকারও। তাঁর ছবি ‘খাদান’-এর টিজার মুক্তি পিছিয়ে ছিলেন ঠিকই, তবে তাতে শান্ত হয়নি আমজনতা। চলছিল খোঁজ। এরই মধ্যে এল খবর। টলিউডের একটা বিরাট অংশের ট্রেন্ড অনুসরণ করে এবার একই রাস্তায় নামছেন দেবও। আর ‘নিঃস্পৃহ’ নন, অবশেষে সুপারস্টারকে ‘অ্যাকশন’-এ ফিরতে দেখে কিছুটা সন্তুষ্ট তাঁর ভক্তরা।

আজ অর্থাৎ শনিবার আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে আর্টিস্ট ফোরামের তরফে আয়োজন করা হয়েছে এক প্রতিবাদ মিছিল। জিৎ-প্রসেনজিৎ সেই মিছিলে অংশ না নিলেও শোনা যাচ্ছে হাজির থাকবেন দেব। সঙ্গে যাবেন রুক্মিণী মৈত্রও। কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন দেবের বাবা। আজ অর্থাৎ শনিবারই ছুটি মিলেছে তাঁর। পরিবারের ঝড় কিছুটা সামলেছেন তিনি। এ দিন দেব ঘনিষ্ঠ টিভিনাইন বাংলাকে জানান তিলোত্তমার বিচারের দাবিতে এই মিছিলে হাঁটবেন তিনি। যদিও আগামী দিনে কী পদক্ষেপ তিনি করেন, সেই দিকেই তাকিয়ে সকলে।

গত ৯ অগস্ট আরজি করের ঘৃণ্য ঘটনায় পথে নেমেছেন সাধারণ মানুষ। সমাজের বিভিন্ন স্তর থেকে নানা পেশার মানুষ অংশ নিচ্ছেন সক্রিয় প্রতিবাদে। কিছু দিন আগেই টলিউডের তরফেও এক মিছিলেন আয়োজন হয়। সেই মিছিলে হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ অনেকেই। মায়ের দাহকাজ শেষ করে সরাসরি মিছিলেন যোগ দিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও।