এই রাজনৈতিক সিদ্ধান্তে কিছু মানুষকে হয়তো অজান্তেই দুঃখ দিয়ে ফেলছি: কৌশিক রায়

কেন রাজনীতি? কেনই বা বেছে নিলেন বিজেপিকে? তাঁর কাছে 'জয় শ্রী রাম'-এর অর্থ কী? টলিউডে এরপরেও কি কাজ পাবেন তিনি? সব নিয়ে TV9 বাংলার কাছে মুখ খুললেন কৌশিক

এই রাজনৈতিক সিদ্ধান্তে কিছু মানুষকে হয়তো অজান্তেই দুঃখ দিয়ে ফেলছি: কৌশিক রায়
গ্রাফিক- অভীক দেবনাথ।
Follow Us:
| Updated on: Jan 30, 2021 | 12:35 AM

বিজেপিতে যোগদান করলেন টেলিভিশন তারকা কৌশিক রায়। সেই কৌশিক রায়, যিনি কলেজজীবনের বাম-রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কেন রাজনীতি? কেনই বা বেছে নিলেন বিজেপিকে? তাঁর কাছে ‘জয় শ্রী রাম’-এর অর্থ কী? টলিউডে এরপরেও কি কাজ পাবেন তিনি? সব নিয়ে TV9 বাংলার কাছে মুখ খুললেন কৌশিক।

আগে থেকেই পরিকল্পনা চলছিল নাকি হঠাৎ করেই বিজেপিতে ডাক? হঠাৎও নয়, আবার একই সঙ্গে পূর্ব-পরিকল্পিত তেমনটাও বলব না। আমার মনে হল, রাজনীতি করার যখন আমার ইচ্ছে রয়েছে, তখন এই সময়টা ভাল।

সামনে নির্বাচন, তাই কি সময় ভাল? না, এখন যা রাজনৈতিক পরিবেশ, তাতে নেতাদের সম্পর্কে মানুষের মনে যে অনীহা তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আরও বেশি দায়িত্ববান লোকজন রাজনীতিতে এলে রুচিসম্মতভাবে রাজনীতি করা যাবে। আমি সেই কাজ করতে পারব বলেই বিশ্বাস। দায়িত্ব নিয়ে আরও একটু রুচিসম্মতভাবে রাজনীতি করার চেষ্টা করব। আমি তো পারদর্শী নই, তবে শিখব। সত্যি কথা বলতে যা ট্রেন্ড চলছে, তাই-ই যদি জারি থাকে, তবে পরবর্তী প্রজন্ম আর রাজনীতি করবে না-বলে আমার মনে হয়।

ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ করেছি। অল্পবিস্তর।

যে দলের সঙ্গে যুক্ত হলেন সেই দলেই কি ছাত্র রাজনীতির হাতেখড়ি? আমার যখন ছাত্রজীবন ছিল তখন ভারতীয় জনতা পার্টির বাংলায় কোনও অস্তিত্বই ছিল না। আমি যে পার্টিতে জয়েন করেছিলাম, তার সঙ্গে আমার এখনকার পার্টির মতাদর্শগত কোনও মিলও ছিল না।

এখন আপনার মতাদর্শ বদলে গেল নাকি আপনার বর্তমান দল তাঁদের আইডিয়োলজি বদলাল? দেখুন, এটা তো জামাকাপড় নয় যে সবকিছু ফিট হবে, যে কোনও দলে গেলেই তাঁর মতাদর্শ একেবারে কাস্টমাইজড ফিট হবে, এমনটা ভাবা সঠিক নয়। একটা পতাকা যুক্ত দলে গেলে অনেক ক্ষেত্রেই রাজনীতির পরিসরে সেই পতাকাকে ডিফেন্ড করতে হবে আপনাকে। এ বার আসি আমার রাজনীতিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে। আমার যে শহর, সেটা বহু বছর, দীর্ঘ দিন রাজনৈতিক ভাবে প্রতারিত, মানুষের খুব অভাব, খুব অনটন। শুধুমাত্র সেই কারণেই, তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই আমার এই রিস্ক নেওয়াটা দরকার ছিল।

বর্তমানে অন্যতম সুপারহিট ধারাবাহিকের মুখ আপনি, রাজনীতিতে যুক্ত হয়ে একটা বিশাল সংখ্যক মানুষের ভালবাসা হারানোর ভয় হচ্ছে না? এত দিন সবাই আমাকে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। আমি যে কোনও পক্ষ নিলেই বিপরীত পক্ষ সরাসরি মতাদর্শগত দিক দিয়ে আমার বিপক্ষে চলে যাবে। চাইলেও হয়তো বা আমার প্রশংসা করতে পারবে না। আমি সেটা জানি। এবং সেই ধারণা নিয়েই আমি রাজনীতিতে যুক্ত হয়েছি। আমারও দায় আছে, আমি তো রাজনীতিবিদ নই। আমি একজন অভিনেতা অথবা পরিচিত মুখ হিসেবে জয়েন করেছি। আমার দায়, যে মানুষগুলোর ভালবাসা এত দিন ধরে আমি পেয়েছি, সেই ভালবাসা যাতে নষ্ট না হয়।

কৌশিকের হাতে দলীয় পতাকে তুলে দিচ্ছেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 

কী করে? কাজের মাধ্যমে। আমার ব্যক্তিত্ব বা চালচলন দেখে যেন কোনওদিনই সেই সব ‘অন্য পক্ষের’ মানুষের না মনে হয় আমি তাঁদের অসম্মান করছি বা রুচিসঙ্গত কথা বলছি না। একটা কথা বলতে চাই, আমার এই রাজনৈতিক সিদ্ধান্তে কিছু মানুষকে হয়তো আমি অজান্তেই দুঃখ দিয়ে ফেলছি অথবা মানসিকভাবে আঘাত করে ফেলেছি। তাঁদের কাছে আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। (উত্তেজিত হয়ে) কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব কাজ করে প্রমাণ করার আমি সত্যিই কিছু ভালো কন্ট্রিবিউট করতে চাই।

হিন্দুত্ববাদ না নিজস্ব স্বকীয়তা– প্রাধান্য পাবে কোনটি? আমার পরিবারের রাজনীতির ইতিহাসও কিন্তু এই দল সম্পর্কিত নয়। আমি যে জায়গায় বড় হয়েছি তার মধ্যে হিন্দুত্ববাদ বা যাই হোক সে সব কিছুই ছিল না। সেক্ষেত্রে আমাকে যখন এই দলটি নিয়েছে তার মানে তাঁরা সবটা জেনে, বুঝে আমার নিজস্বতার জন্যই নিয়েছে। তাই আমি যখন পার্টিটা করব তখন নিজস্বতা দিয়েই করব এটা আজ জানিয়ে রাখছি।

আপনার দলের স্লোগান ‘জয় শ্রী রাম’। ‘জয় শ্রী রাম’ কথাটির তাৎপর্য আপনার কাছে কী? আমার কাছে ‘জয় শ্রী রাম’ মানে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কুলদেবতা শ্রীরামচন্দ্রের জয় হোক।

সম্প্রতি বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ অভিনেত্রী সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করেছেন, সায়নী তো আপনার অনেকদিনের বন্ধু। আপনার কী প্রতিক্রিয়া? এক্সজ্যাক্টলি আমি শুনিনি উনি কী বলেছেন, তবে সায়নী আমার বন্ধু বলে বলছি না, যে কোনও মানুষেরই আরও সংযত হওয়া উচিত, আরও রুচিশীল হওয়া উচিত, কুরুচিকর মন্তব্য থেকে বিরত থাকা উচিত। আমার মনে হয় না যে দল আমি জয়েন করেছি সেই দলের স্ট্যান্ড এটি।

পরিশেষে একটাই প্রশ্ন, বিজেপি তে তো যোগদান করলেন, ইন্ডাস্ট্রিতে এর পরে কাজ পেতে অসুবিধে হবে? পনেরো বছর হল এই পেশায় রয়েছি। বিভিন্ন মানুষ আমার কাজের প্রতি আকৃষ্ট হয়ে কাজ দিয়েছেন। তার জন্য আমায় কোনওদিন সরকার বা ক্ষমতার আশেপাশে থাকতে হয়নি। ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন যাঁরা সরকারপক্ষ ছাড়া অন্য পক্ষের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের কাজের ক্ষেত্রে কোনও প্রভাব পড়ে বলে আমার মনে হয়নি। যদিও ব্যক্তিগত অভিজ্ঞতা আলাদা হতেই পারে। আমার সঙ্গে প্রায় সবারই ভাল সম্পর্ক। তাই কাজ হারানোর ভয় পাচ্ছি না মোটেই।