আর মাত্র কয়েক দিন, বেবিবাম্পের ছবি শেয়ার করলেন মধুবনী

মধুবনী শেয়ার করেছেন তাঁর প্রাত্যহিক রুটিনও। কী করছেন তিনি সারা দিন?

আর মাত্র কয়েক দিন, বেবিবাম্পের ছবি শেয়ার করলেন মধুবনী
বেবিবাম্পের ছবি শেয়ার করলেন মধুবনী
Follow Us:
| Updated on: Dec 23, 2020 | 3:52 PM

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মা হচ্ছেন ছোট পর্দার পরিচিত মুখ মধুবনী গোস্বামী। বেবিবাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। হলুদরঙা লং ড্রেসে চোখে-মুখে স্পষ্ট তাঁর প্রেগন্যান্সি গ্লো। শুধুই ছবিই শেয়ার নয়। মধুবনী শেয়ার করেছেন তাঁর প্রাত্যহিক রুটিনও। কী করছেন তিনি সারা দিন?

“খাচ্ছি-ঘুমোচ্ছি, খাচ্ছি পড়ছি, খাচ্ছি ছবি তুলছি, খাচ্ছি গান গাইছি… খাচ্ছি…খাচ্ছি… খাচ্ছি…”, নিজেই ক্যাপশনে লিখেছেন তিনি। অর্থাৎ সব কাজের মধ্যে খাওয়া যে ‘মাস্ট মাস্ট’ নিজেই স্বীকার করে নিচ্ছেন তিনি। ডায়েট চার্ট? সে সব এখন একেবারে বাদ। গত মাসে প্রথম বার বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন মধুবনী এবং রাজা। ইনস্টাগ্রাম ভরে গিয়েছিল শুভেচ্ছা বার্তায়। হবু বাবা-মা’কে ভালবাসায় ভরিয়ে তুলেছিলেন অনুরাগীরা। তার পর থেকে ইনস্টাগ্রামে ফুটে উঠেছে রাজ-মধুবনীর রোজনামচার নানা টুকরো ছবি। মধুবনীর বেবিবাম্প জানিয়ে দিচ্ছে দুই থেকে তিন হওয়ার সময় আসন্ন।

তবে এরই মাঝে কাজের বিরাম নেই। কিছু দিন আগেই পার্লার খুলেছিলেন মধুবনী। ওদিকে স্বামী রাজাও ব্যস্ত ‘খড়কুটো’ ধারাবাহিক নিয়ে। তবে এরই মধ্যে দু’জন দু’জনের জন্য সময় বার করে নিচ্ছেন ঠিক। সংসারে এখন আনন্দের ছোঁয়া। রাজা-মধুবনীর প্রথম আলাপ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেটে। প্রথম দেখাতেই কিন্তু প্রেম হয়নি। অনেক দিন পরে গিয়ে প্রপোজ করেছিলেন মধুবনীই। রাজাও হ্যাঁ বলে দিয়েছিলেন। সেখান থেকেই প্রেম…বিয়ে…আপাতত তাঁদের দিন কাটছে নতুন অতিথির অপেক্ষায়।