সমুদ্রের ধারে কঙ্গনা, শেয়ার করলেন মেক্সিকোর ছবি
এই মুহূর্তে কঙ্গনার হাতে তিনটি বড় ছবি রয়েছে। কিন্তু অতিমারির পরিস্থিতিতে তা কবে মুক্তি পাবে, সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।
না! শুধু অভিনয় নয়। বিভিন্ন বিষয়ে মুখ খুলে শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। নিন্দুকেরা তো বলেন, শিরোনামে থাকার জন্য কঙ্গনার নাকি নির্দিষ্ট কোনও কারণের প্রয়োজন হয় না। ফের শিরোনামে নায়িকা। এবার প্রসঙ্গে তাঁরই একটি পুরনো ছবি।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ থাকেন কঙ্গনা। বুধবার সকালে নিজেরই একটি পুরনো ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে। মেক্সিকোর কোনও একটি বিচে বসে রয়েছেন তিনি। পরনে বিকিনি। ছবির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘গুড মর্নি বন্ধুরা। যে সব জায়গায় আমি ঘুরেছি, তার মধ্যে মেক্সিকো দারুণ জায়গা। কখন যে কী হবে, ওখানে আগে থেকে বোঝা যায় না। এটা মেক্সিকোর একটা ছোট্ট আইল্যান্ড তুলুমের ছবি।’
View this post on Instagram
করোনা আতঙ্কে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অনেকেই স্থগিত রেখেছেন। কঙ্গনাও হয়তো পুরনো ছবি শেয়ার করে দুধের স্বাদ ঘোলে মেটালেন বলে মনে করছেন তাঁর অনুরাগীরা। আর দিন কয়েকের মধ্যেই নতুন বছর শুরু হবে। তার পরিকল্পনাও কঙ্গনা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন, পুলিশের চরিত্রের কস্টিউম করা চ্যালেঞ্জিং, ‘দিল্লি ক্রাইম’-এর কস্টিউম ডিজাইনার স্মৃতি চৌহান
২০২১-এ কেদারনাথ এবং পুরীর জগন্নাথ মন্দিরে যেতে চান কঙ্গনা। তিনি জানিয়েছেন, কয়েক বছর আগে মায়ের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। সাত জ্যোর্তিলিঙ্গ দর্শন হয়েছে। এবার অষ্টম জ্যোর্তিলিঙ্গ দর্শনের জন্য কেদারনাথে যেতে চান। তালিকায় রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরও। অনুরাগীদের কাছে নতুন বছরের পরিকল্পনা কী, তা জানতে চেয়েছেন নায়িকা।
আরও পড়ুন, জিতলেন জিৎ, একদিনের জন্য দ্বিতীয় স্থানে যশ! কিন্তু কীসে?
এই মুহূর্তে কঙ্গনার হাতে তিনটি বড় ছবি রয়েছে। কিন্তু অতিমারির পরিস্থিতিতে তা কবে মুক্তি পাবে, সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।