নতুন অতিথির জন্য অপেক্ষা শুরু মোহিত-অদিতির
সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন অদিতি। সন্তানকে 'বেবি মালিক' আখ্যা দিয়েছেন তিনি।
লকডাউনে ফ্যামিলি প্ল্যানিং করেছেন, এমন সেলেবের সংখ্যা নেহাত কম নয়। সেই তালিকায় এবার যোগ হল আরও এক সেলেব দম্পতির নাম। তাঁরা হলেন মোহিত মালিক (Mohit Malik) এবং অদিতি মালিক (Addite Malik)। সব কিছু ঠিক থাকলে আগামী মে মাস নাগাদ ঘরে আসতে চলেছে নতুন অতিথি।
সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন অদিতি। সন্তানকে ‘বেবি মালিক’ আখ্যা দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যে তোকে চাইছিলাম, তা আমরা জানার আগেই ঈশ্বর জানতেন… চল একসঙ্গে বড় হব…বেবি মালিক।’
View this post on Instagram
মোহিতও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর জানিয়েছেন অনুরাগীদের। তিনি লিখেছেন, ‘যখনই তোর উপর হাত রাখছি, তোকে ধন্যবাদ দিচ্ছি। কারণ তুই আমাদের পছন্দ করেছিস। আমি এখন যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই খবরটা সকলের সঙ্গে শেয়ার করতে পেরে দারুণ লাগছে। আমরা এবার দুই থেকে তিন হব।…ভালবাসা।’
আরও পড়ুন, ‘বউ পালালো’-র তালে নাচলেন অনামিকা এবং প্রিয়ঙ্কা
‘বানো মে তেরি দুলহন’-এর সেটে প্রথম আলাপ হয়েছিল মোহিত এবং অদিতির। তারপর বন্ধুত্ব এবং প্রেম। ২০১০-এর ডিসেম্বরে তাঁরা বিয়ে করেছিলেন। এই মুহূর্তে লখনউ কি লভ স্টোরিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মোহিত। অন্যদিকে অদিতি রেস্তোরাঁর ব্যবসা নিয়ে ব্যস্ত।
View this post on Instagram
করিনা কপূর খান, অনুষ্কা শর্মার মতো সেলেবরা পরিবারে নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন। করোনা পরিস্থিতির কারণেই অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে তাঁদের। ঠিক তেমনই অদিতিও সমস্ত সুরক্ষা মেনেই দিন কাটাচ্ছেন।
আরও পড়ুন, সামাজিক দূরত্ব বজায় রেখে ভাসমান অবস্থায় সিনেমা দেখার সুযোগ!