স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বড় ঘোষণা করণ জোহরের

করণ জোহর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর হাউস পার্টির একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় আড্ডায় মত্ত রণবীর কাপুর, শাহিদ কাপুর, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, অর্জুন কাপুরের মতো তারকারা। ভিডিও ভাইরাল হয়। অভিযোগ ওঠে ভিডিওতে দেদার মাদক সেবন করছিলেন সেলেবরা।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বড় ঘোষণা করণ জোহরের
করণ জোহর
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 3:28 PM

কোনও নেগেটিভিটিকে পাত্তা দেন না পরিচালক। সে ট্রোলিং হোক বা নোংরা কমেন্ট। একের পর এক নতুন কাজে নিজেকে ব্যস্ত রাখছেন করণ জোহর (Karan Johar)। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে ঘোষণা করলেন তাঁর নতুন কাজ। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনকে স্বাগত জানাবে করনের আসন্ন প্রোজেক্ট।

সে কাজের জন্য তাবড় তাবড় পরিচালককে এক সুতোয় বেঁধেছেন করণ। এমনকি তাঁর টুইটে ট্যাগ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। টুইটে করণ লেখেন. ‘স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রথম এপিক সিরিজের ঘোষণা করতে পেরে আমি খুব খুশি। #চেঞ্জউইদইন। আমাদের স্বাধীনতার বেশ কিছু অবিশ্বাস্য গল্প নিয়ে ক্রিয়েটিভ ফ্র্যাটারনিটির বন্ধু, রাজকুমার সন্তোষী, দীনেশ বিজন ও মহাবীর জৈন এক হয়েছেন।’

আরও পড়ুন তল্লাশিতে গ্রেফতার সুরেশ রায়না, গুরু রণধওয়া, পিছনের দরজা দিয়ে পালালেন র‍্যাপার বাদশাহ

করণ জোহরের নাম শিরোনামে উঠে আসে ২০১৯ সালে। করণ জোহর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর হাউস পার্টির একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় আড্ডায় মত্ত রণবীর কাপুর, শাহিদ কাপুর, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, অর্জুন কাপুরের মতো তারকারা। ভিডিও ভাইরাল হয়। অভিযোগ ওঠে ভিডিওতে দেদার মাদক সেবন করছিলেন সেলেবরা। তারপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো করণকে সমন পাঠায়। জিজ্ঞাসাবাদ করার জন্য বৃহস্পতিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সমন পাঠায় পরিচালককে। করণ জোহর এনসিবিকে লিখিত জানান, তাঁর পার্টিতে কোনও মাদক সেবন করা হয়নি। বলিউডের বহু তারকা সেখানে এলেও কেউ-ই মাদক নেননি ওই দিন।

এ প্রসঙ্গে এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে সংবাদমাধ্যমকে জানান, আজ সকালে আইনজীবীর মাধ্যমে এনসিবি’র কাছে লিখিত উত্তর জমা দেন করণ। এনসিবি গোটা বিষয়টি খতিয়ে দেখছে।