ক্যানসারে আক্রান্ত ‘জিয়নকাঠি’র ঐন্দ্রিলা! ইনস্টা লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

দিন কয়েক ধরেই ঘাড়ে অসহ্য ব্যথা হতে শুরু করে ঐন্দ্রিলার। এর পরেই ডাক্তারি পরীক্ষায় ফুসফুসে টিউমার ধরা পড়ে ঐন্দ্রিলার। তড়িঘড়ি দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। হয় বায়োপসিও। সেই কথা জানিয়েই নিজের ইনস্টা প্রোফাইল থেকে লাইভে এসেছিলেন ঐন্দ্রিলা। কথা বলতে বলতে কান্নায় ভেঙেও পড়েন অভিনেত্রী।

ক্যানসারে আক্রান্ত 'জিয়নকাঠি'র ঐন্দ্রিলা! ইনস্টা লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী
ঐন্দ্রিলা
Follow Us:
| Updated on: Feb 26, 2021 | 7:06 PM

টলিউডে খারাপ খবর। ক্যানসারে আক্রান্ত হলেন টলিপাড়ার চেনা মুখ, ‘জিয়নকাঠি’ ধারাবাহিকের মুখ্য চরিত্র ঐন্দ্রিলা শর্মা। তাঁর ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে তেমনটাই। আপাতত দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ঐন্দ্রিলা। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

দিন কয়েক ধরেই ঘাড়ে অসহ্য ব্যথা হতে শুরু করে ঐন্দ্রিলার। এর পরেই ডাক্তারি পরীক্ষায় ফুসফুসে টিউমার ধরা পড়ে ঐন্দ্রিলার। তড়িঘড়ি দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। হয় বায়োপসিও। সেই কথা জানিয়েই নিজের ইনস্টা প্রোফাইল থেকে লাইভে এসেছিলেন ঐন্দ্রিলা। কথা বলতে বলতে কান্নায় ভেঙেও পড়েন অভিনেত্রী। অনুরাগীদের অনুরোধ করেন ভগবানের কাছে প্রার্থনা করার জন্য। কিন্তু এর খানিক পরেই ঐন্দ্রিলার ইনস্টা স্টোরিতে লেখা হয়, “ঐন্দ্রিলার আবারও ক্যানসার ধরা পড়েছে”। এ কথা প্রকাশ্যে আসতেই মন ভাল নেই টলিপাড়ার।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে ক্যানসার ধরা পড়েছিল ঐন্দ্রিলার। কেমো-রেডিয়েশনের পর সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। চুটিয়ে করছিলেন অভিনয়ও। ফের একবার তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছেন ভক্তরাও। ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা। অন্যদিকে অভিনেত্রীর এই চরম দুঃসময়ে পাশে রয়েছেন ‘প্রেমিক’ সব্যসাচী চক্রবর্তী, ছোটপর্দার বামা।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঐন্দ্রিলা তাঁর ইনস্টাগ্রাম থেকে ‘ফল্ট ইন আওয়ার স্টার’ ছবির একটি পোস্টার শেয়ার করেছিলেন। ছবিতে মেয়েটি ক্যানসার আক্রান্ত। সেই পোস্টই নিজের স্টোরিতে শেয়ার করে সব্যসাচী লিখেছেন, “আমরা সব ঠিক করব। করবই”। ভক্তরাও পাশে থেকে সাহস জুগিয়ে যাচ্ছে অনবরত। ঐন্দ্রিলা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক– এখন এক জোটে চাইছে টলিপাড়া।