Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভুল বোঝাই কাল! শ্রাবন্তীর ফ্রেম কেটে হাসির খোরাক দেবলীনা

Tollywood Gossip: বহুদিন ধরে একজন ছোট পর্দা কাঁপিয়েছেন। অন্যজনও বহুদিন ধরেই দখল করে রেখেছেন প্রথম সারির অভিনেত্রীর তকমা। কথা হচ্ছে দেবলীনা দত্ত ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে। এবার সেই দেবলীনাকে নিয়েই হাসাহাসি।

ভুল বোঝাই কাল! শ্রাবন্তীর ফ্রেম কেটে হাসির খোরাক দেবলীনা
এ আবার কী!
Follow Us:
| Updated on: Jun 20, 2024 | 10:21 PM

বহুদিন ধরে একজন ছোট পর্দা কাঁপিয়েছেন। অন্যজনও বহুদিন ধরেই দখল করে রেখেছেন প্রথম সারির অভিনেত্রীর তকমা। কথা হচ্ছে দেবলীনা দত্ত ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে। এবার সেই দেবলীনাকে নিয়েই হাসাহাসি। কী ঘটেছে জানেন? সম্প্রতি ঋতুপর্ণা ও প্রসেনজিতের ৫০ তম ছবি ‘অযোগ্য’র প্রিমিয়ারে হাজির হয়েছিলেন গোটা টলিউড। হাজির ছিলেন শ্রাবন্তী। সঙ্গে ছিলেন জিতের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। পাপারাৎজির অনুরোধ রাখতে সুস্মিতা ও শ্রাবন্তী ছবি তুলতে যেতেই ফ্রেমে আগমন দেবলীনার। সামনে ক্যামেরা। দেবলীনা মনে করেন, তাঁর ছবি তোলা হচ্ছে বুঝি। শ্রাবন্তী ও সুস্মিতার সামনে দাঁড়িয়েই পোজ দিতে শুরু করেন তিনি। কার্যত ঢাকা পড়ে যান সুস্মিতা ও শ্রাবন্তী। ওই ভিডিয়ো ভাইরাল হতেই সামাজিক মহল দুইভাগে বিভক্ত।

দেখুন সেই ভিডিয়ো

দেবলীনা উদ্দেশে এক নেটিজেনের বক্তব্য, “এটা মোটেও ঠিক কাজ নয়। পিছনে কে আছেন না আছেন একবারও লক্ষ্য করবেন না দেবলীনা? এরকম করলে কী করে হবে?” অন্যদিকে দেবলীনার হয়েও আরও একদলের বক্তব্য, “অত ভিড়ে নাই বুঝতে পারেন। এমনটা নয় যে উনি ইচ্ছে করে করেছেন।”

প্রসঙ্গত, অযোগ্যর স্ক্রিনিংয়ে শুধু শ্রাবন্তী, সুস্মিতা অথবা দেবলীনাই নন! হাজির ছিলেন রাজ-শুভশ্রী থেকে অঙ্কুশ-ঐন্দ্রিলাসহ প্রায় সকলেই। দেখা গিয়েছিলে জিৎ-আবীরকেও। একই সন্ধেয় এত তারা! যা দেখে নেটিজেনদের একটাই বক্তব্য, “প্রসেনজিৎ বলেই সম্ভব! ইন্ডাস্ট্রিকে মেলাতে তিনিই যে পারেন।”