বিয়ের একমাসের মধ্যেই সুখবর দিলেন আদৃত! ‘ভাবতেও পারছি না…’

Adrit Roy: গত ৯ মে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করেছেন আদৃত রায়। ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছিলে সেই বিয়ের অনুষ্ঠান। বিয়ে শেষ করেই নর্থ গোয়ায় হনিমুনেও উড়ে গিয়েছিলেন তাঁরা। এবার ফ্যান মিটের পালা। আপনি যাচ্ছেন তো?

বিয়ের একমাসের মধ্যেই সুখবর দিলেন আদৃত! 'ভাবতেও পারছি না...'
সুখবর দিলেন আদৃত
Follow Us:
| Updated on: May 23, 2024 | 7:43 PM

এত তাড়াতাড়ি যে স্বপ্ন সত্যি হবে তা ভাবতেই পারছেন না অভিনেতা আদৃত রায়ের ভক্তরা। এই মুহূর্তে তাঁরা বাস করছেন সপ্তম স্বর্গে। কথা রেখেছেন তাঁদের হিরো। কথা রেখেছেন আদৃত। বিয়ের এক মাস কাটেনি এখনও। তাঁর আগেই যে ব্যস্ত শিডিউল থেকে সময় বার করবেন নতুন বর, তাঁদের কাছে এ যেন বিশ্বাসই হচ্ছে না তাঁদের। কী এমন করেছেন আদৃত?

আদৃত প্রতিজ্ঞা করেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। সেই প্রতিজ্ঞা এবার তিনি রাখতে চলেছেন। আগামী ২৫ তারিখ শ্রী ভারতলক্ষ্মী পিকচারে তিনি হাজির থাকবেন। দেখা করবেন ভক্তদের সঙ্গে। তবে সারাদিন নয়। নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন আদৃত। এরই পাশাপাশি দিয়েছেন এক শর্তও। এক বিবৃতির মাধ্যমে নিজের সামাজিক মাধ্যম থেকে আদৃত লেখেন, “সবাইকে জানাচ্ছি, যেমনটা প্রতিজ্ঞা করেছিলাম ঠিক তেমনই সবার সঙ্গে আগামী ২৫ তারিখ দেখা করতে চলেছি। আমার জন্য কেউ উপহার আনবেন না। এই অনুরোধটা রাখবেন।” ওই দিন বেলা দেড়টা থেকে আড়াইটে অবধি দেখা করা যাবে আদৃতের সঙ্গে। তবে আর দেরি কীসের? আপনার স্বপ্নের হিরোর আহ্বান উপেক্ষার সাধ্য কার?

গত ৯ মে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করেছেন আদৃত রায়। ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছিলে সেই বিয়ের অনুষ্ঠান। বিয়ে শেষ করেই নর্থ গোয়ায় হনিমুনেও উড়ে গিয়েছিলেন তাঁরা। এবার ফ্যান মিটের পালা। আপনি যাচ্ছেন তো?

View this post on Instagram

A post shared by Adrit Roy (@peoplesactor)