শুটিংয়ের মাঝে ব্রেন স্ট্রোক হাসপাতালে ভর্তি অভিনেতা রাহুল রায়
বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর কথাবার্তা অসংলগ্নতা ধরা পড়ছে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন Rahul Roy
Tv9 বাংলা ডিজিটাল: বলিউডে একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছে। গত সপ্তাহে কিডনির সমস্যায় মারা গেলেন অভিনেতা আশিষ রায়। আর তার ঠিক এক সপ্তাহের মাথায় শুটিংয়ে মাঝে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন অভিনেতা Rahul Roy। কারগিলে ‘LAC: লিভ দ্য ব্যাটেল’-এর শুটিং করছিলেন রাহুল। বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর কথাবার্তা অসংলগ্নতা ধরা পড়ছে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন অভিনেতা। সূত্রের খবর খুব তাড়াতাড়ি শুরু হতে পারে অস্ত্রপচার। ‘আফাসিয়া’য় আক্রান্ত হয়েছেন অভিনেতা। এমন এক অবস্থা যখন মানুষ আরেক মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে অসফল হন। লেখা, পড়া অথবা কথাবার্তাতে সমস্যা হয়। মূলত মাথায় চোট কিংবা ব্রেন স্ট্রোকের পরে এমন ঘটনা ঘটে। সাহায্যের জন্য প্রথমে নানা পাটেকর এবং তাঁর ছেলে মলহার এগিয়ে আসেন।
তবে আপাতত সুস্থ আছেন রাহুল। তাঁর সহঅভিনেতা নিশান্ত মালকানি বলছেন, “গত মঙ্গলবার ঘটনাটি ঘটে। সোমবার রাত অবধি সব কিছু ঠিকাঠাক ছিল। আমার মনে হয় এক্স্ট্রিম টেম্পাচারের কারণে ঘটনা ঘটে। মাইনাস পনেরো ডিগ্রি সেন্টিগ্রেটে চলছিল শুটিং।”
অভিনেতাকে প্রথম নিয়ে যাওয়া হয় কার্গিলের মিলিটারি হাসপাতালে। সিটিস্ক্যান করার পর গত বুধবার মিলিটারি হেলিকপ্টারে শ্রীনগর এবং বৃহস্পতিবার নানাবতী হাসপাতালে নিয়া যাওয়া হয়।
প্রসঙ্গত, কার্গিলে ‘LAC: লিভ দ্য ব্যাটেল’-এর ১৭ দিনের শুটিং শিডিউল চলছিল। শুটিং শেষ হওয়ার দু’দিনের মাথায় ঘটনাটি ঘটে। ১লা ডিসেম্বর গোটা ক্র্যু মুম্বই ফিরবে।