নীতুর পর এবার বরুণ ধাওয়ান হলেন ‘কোভিড’মুক্ত

একের পর এক কোভিড আক্রান্তদের নাম প্রকাশ্যে আসতে চন্ডিগড়ে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। শোনা যাচ্ছে আবার শুটিং চালু হবে ‘যুগ যুগ জিও’র শুটিং।

নীতুর পর এবার বরুণ ধাওয়ান হলেন 'কোভিড'মুক্ত
বরুণ-নীতু
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 3:52 PM

‘যুগ যুগ জিও’ ছবির শুটিং করবার সময় আক্রান্ত হন নীতু কাপুর। শুধু নিতু নন, মণীশ পল, পরিচালক রাজ মেহতাও আক্রান্ত হন কোভিডে। নতুন পাওয়া খবরে জানা গেল নীতুর মতো বরুণেরও কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। একের পর এক কোভিড আক্রান্তদের নাম প্রকাশ্যে আসতে চন্ডিগড়ে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। শোনা যাচ্ছে  আবার শুটিং চালু হবে ‘যুগ যুগ জিও’র শুটিং।

আরও পড়ুন এ কেমন কোভিড টেস্ট! নিতু কাপুরকে এক হাত নিলেন নেটিজেন

সূত্রের খবর, “প্রত্যেকটি শুটিং লোকেশনে রাজ্য সরকারের নিয়মবিধি মেনে স্যানিটাইজ করা হয়েছে। ফিল্ম ক্রুয়ের প্রত্যেকে ছিলে আইসোলেশনে। এখন যেহেতু তারকারা কোভিড মুক্ত হয়েছেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে চালু হতে পারে ছবির শুটিং।”

শোনা যাচ্ছে, কোয়ারেন্টাইন সময়কালে তারকারা নতুন এক শিডিউলে বেঁধেছেন নিজেদের। এবং কোভিড পরবর্তী পরিস্থিতিতে কোনও অসুবিধের সম্মুখীন যেন তাঁরা না হন সে চেষ্টাতেই রয়েছেন।

নীতু কাপুর শুটিং শেষ করতে মাত্র ৪-৫ দিনে বাকি। তাই তাঁর শুটিং প্রথমে হবে। বাকি কাস্ট আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত শুটিং করবেন এবং তারপর চন্ডিগড় থেকে ফিরে আসবেন। ফিল্মে বাকি ক্রু  সদস্যদের সুরক্ষার খাতিরে আইসোলেশনে ছিলেন। এবং সমস্ত শুটিং লোকেশনও নিয়মমাফিক স্যানিটাইজ করা হয়েছে।

সম্প্রতি এক ভিডিও প্রকাশ্যে আসে, তাতে দেখা গেছে যে নীতু কাপুর কোভিড-১৯- পরীক্ষা করাচ্ছেন। কিন্তু সেই ভিডিওতে নীতু কাপুরের মুখে এবং নাকে শুধু সোয়াব ছোঁয়া হয়েছে মাত্র। অদ্ভূত এই কোভিড টেস্টের পরীক্ষা দেখে একের পর এক ট্রোলিং ছেয়ে যায় কমেন্ট বক্স।