এ কেমন কোভিড টেস্ট! নিতু কাপুরকে এক হাত নিলেন নেটিজেন

কেউ লিখছেন, ‘ডেফিনেটলি টেস্টের রেজাল্ট নেগেটিভ আসবে।’

এ কেমন কোভিড টেস্ট! নিতু কাপুরকে এক হাত নিলেন নেটিজেন
সোয়াব টেস্ট করাচ্ছেন নিতু কাপুর
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 3:53 PM

চন্ডিগড়ে ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং করবার সময় আক্রান্ত হন নীতু কাপুর (Neetu Kapoor) । নিজের ইনস্টা হ্যান্ডেলে জানিয়েও দেন তাঁর টেস্ট পজিটিভ এসেছে। এক সপ্তাহের মধ্যেই তাঁর মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আপনাদের শুভ কামনা এবং প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। আজ মায়ের রিপোর্টে কোভিড নেগেটিভ ধরা পড়েছে।’

আরও পড়ুন শাহরুখ-কপিলের ফুটবল ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

সম্প্রতি এক ভিডিও প্রকাশ্যে আসে, তাতে দেখা গেছে যে নীতু কাপুর কোভিড-১৯- পরীক্ষা করাচ্ছেন। সে ভিডিও প্রকাশ হওয়া মাত্র ট্রোল হতে শুরু হন নিতু। কেন?

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

কোভিড-১৯ পরীক্ষার নিয়মনুসারে, সোয়াব টেস্টের সঠিক ফলাফল পেতে তা ভীষণ দক্ষতার সাথে সম্পন্ন করার উচিৎ। সোয়াব নাক এবং মুখে চার ইঞ্চি ভিতর অবধি প্রবেশ করা উচিত। কোভিড টেস্টের ভিডিওতে নীতু কাপুরের মুখে এবং নাকে শুধু সোয়াব ছোঁয়া হয়েছে মাত্র। অদ্ভূত এই কোভিড টেস্টের পরীক্ষা দেখে একের পর এক কমেন্ট পড়ছে কমেন্ট সেকশনে। কেউ লিখছেন, ‘এটা কোনওভাবেই কোভিড টেস্ট নয়’ তো কেউ লিখছেন, ‘ডেফিনেটলি টেস্টের রেজাল্ট নেগেটিভ আসবে।’ আবার কেউ বলছেন সেলিব্রিটি দেখে ‘কোভিড টেস্ট করতে চিকিৎসকরা ভয় পাচ্ছেন।’

‘যুগ যুগ জিও’ ছবির শুটিংয়ে শুধু নীতু নয়, তাঁর সহ অভিনেতা বরুণ ধাওয়ান, এবং  পরিচালক রাজ মেহতাও কোভিড আক্রান্ত হয়ে পড়েন। শুটিং বন্ধও হয়ে যায়। তবে শোনা যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর আবার চন্ডিগড়ে ছবির শুটিং শুরু করতে চলেছেন নীতু কাপুর।