‘আমার কষ্ট আমার’, বিবাহ বিচ্ছেদ জল্পনার মাঝেই ফাঁস হয়ে গেল ঐশ্বর্যের হাতে লেখা এই…
Aishwarya: সব মিলিয়ে অভিষেক ও ঐশ্বর্যের সংসার সর্বদাই ছিল নেটিজ়েনদের চর্চায়। টানা একবছর হতে চলল নানা ছবি থেকে শুরু করে নানা ভিডিয়ো এই জল্পনাকেই সত্যি বলে ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে। তবে যা দেখা যায় সব ক্ষেত্রে সত্যি কি তাই হয়!

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, বেশ কিছুদিন ধরে এই জুটিকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। তাঁদের নিয়ে নিত্য বিচ্ছেদের জল্পনা জায়গা করে নেয় চর্চায়। বেশ কয়েকমাস ধরে শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে নাকি থাকছেন না ঐশ্বর্য। অবশেষে অপেক্ষার অবসান। প্রায় এক বছর ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছে বিভিন্ন মহলে। তবে আর কত সহ্য করা যায়! অবশেষে সত্যিটা সামনে আনতে একপ্রকার বাধ্য হয়েছিলেন অভিষেক। স্পষ্ট করে দিয়েছিলেন ঐশ্বর্যের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন। যদিও সম্প্রতিতে কখনও সামনে উঠে আসতে দেখা গিয়েছে তাঁদের বিচ্ছেদের খবর, কখনও শোনা গিয়েছে তাঁরা একে অন্যের সঙ্গে ঘর করছেন না, এক ছাদের তলায় থাকছেন না এই খবর। সব মিলিয়ে অভিষেক ও ঐশ্বর্যের সংসার সর্বদাই ছিল নেটিজ়েনদের চর্চায়। টানা একবছর হতে চলল নানা ছবি থেকে শুরু করে নানা ভিডিয়ো এই জল্পনাকেই সত্যি বলে ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে। তবে যা দেখা যায় সব ক্ষেত্রে সত্যি কি তাই হয়!
এই মর্মে অভিষেক বলেছিলেন, ‘এই নিয়ে আপনাদের আমার কিছু বলার নেই। অনুমানের ভিত্তিতে আপনারা এই বিষয়টাকে এতবড় করেছেন। দুঃখের। আমি বুঝতে পারছি আপনারা কেন এটা করছেন। আপনাদের কিছু খবর লিখতে হয়। ঠিক আছে। আমরা সেলিব্রিটি। আমাদের এটা মেনে নিতে হবে। এখনও বিবাহিত। দুঃখিত।’
যদিও অভিষেকের এই মন্তব্য মেনে নিতে একশ্রেণি এখনও নারাজ। আর এরই মাঝে ভাইরাল ঐশ্বর্য স্ক্রাব বুকের পাতা। যেখানে একটি নোটে লেখা, আমার দুঃখ আমারই। বরবারই ঐশ্বর্য ব্যক্তিগত বিষয় গোপনেই রাখতে পছন্দ করেন। আরও একবার তা প্রমাণ হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় এই লেখা ছড়িয়ে পড়তেই সকলে আরও একবার ভালবাসায় ভরালেন ঐশ্বর্যকে।





