‘কেমন লাগল জানাবেন’, ‘রাম সেতু’র লুক শেয়ার করে লিখলেন অক্ষয়

‘রাম সেতু’তে অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত বারুচা। অভিষেক শর্মা পরিচালিত এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। দিন কয়েক আগে এই ছবির মহরত হয়েছে অযোধ্যায়।

‘কেমন লাগল জানাবেন’, ‘রাম সেতু’র লুক শেয়ার করে লিখলেন অক্ষয়
অক্ষয় কুমার।
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 1:06 PM

ঈষৎ বড় চুল। চোখে গোল ফ্রেমের চশমা। ছাই রঙা জামা। গলায় নীল ওড়না। মুখে বেশ গম্ভীর ভাব। ঠিক এমন লুকেই আপনি বলিউড (bollywood) অভিনেতা (Actor) অক্ষয় কুমারকে (Akshay kumar) দেখতে পাবেন তাঁর আসন্ন ছবি ‘রাম সেতু’তে। বৃহস্পতিবার আসন্ন ছবির নতুন এই লুক নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা।

আজ থেকে শুরু হল এই ছবির শুটিং। সেই বার্তা দিয়ে অক্ষয় লেখেন, ‘খুব স্পেশ্যাল একটা ফিল্ম তৈরির জার্নি আজ থেকে শুরু হল। রাম সেতুর শুটিং শুরু। একজন প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করছি। এই লুকটা কেমন লাগছে, সে সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত সব সময় আমার কাছে গুরুত্বপূর্ণ।’

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

‘রাম সেতু’তে অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত বারুচা। অভিষেক শর্মা পরিচালিত এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। দিন কয়েক আগে এই ছবির মহরত হয়েছে অযোধ্যায়। সেখানেই কিছুটা শুটিং হলেও এর ৮০ শতাংশ শুটিং হবে মুম্বইতেই। অক্ষয় আগেই জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্যই আসল। সেটা তাঁর এত পছন্দ হয়েছিল, যে রাজি না হওয়ার কোনও কারণই ছিল না। একসঙ্গে বসে চিত্রনাট্য পড়ার সময়টাও এনজয় করেছিলেন তাঁরা।

আরও পড়ুন, একান্তে শোভন, স্বস্তিকা, আড্ডায় ভরপুর মুহূর্ত

পরিচালক আনন্দ এল রাইয়ের ‘রক্ষা বন্ধন’ এবং ‘আতরাঙ্গি রে’ রয়েছে অক্ষয়ের হাতে। অন্যদিকে রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিটি সম্পূর্ণ তৈরি। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। সব মিলিয়ে ২০২১ অক্ষয়েরই বছর। এমনটাই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।