আলিয়া ভাটের বাড়িতেই ‘ক্রিসমাস ডিনার’ সারল কাপুর ফ্যামিলি!
সন্ধ্যেবেলায় আলিয়া ভাটের বাড়িতে এসেছিলেন রণবীর কাপুর এবং ওঁর ফ্যামিলি। আলিয়া ক্রিসমাস ডিনারের আয়োজন করেছিলেন।
আরও পড়ুন :শুটিং করতে গিয়ে আহত হলেন জন আব্রাহাম!
সন্ধ্যেবেলায় আবার আলিয়া ভাটের বাড়িতে এসেছিলেন রণবীর কাপুর এবং ওঁর ফ্যামিলি। আলিয়া ক্রিসমাস ডিনারের আয়োজন করেছিলেন। রণবীরের বোন ঋদ্ধিমা নিজের ইনস্টাতে গতকাল ক্রিসমাস ডিনারের কিছু ছবি পোস্ট করেছেন। কাপুর ফ্যামিলি ছাড়াও সেখানে ছিলেন ‘ব্রহ্মাস্ত্র’–র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ছবিতে দেখা যাচ্ছে কালো প্যান্টের সঙ্গে রণবীর পরেছেন লাইট ব্লু ডেনিম শার্ট। আলিয়া পরেছেন কালো রঙের ড্রেস। দু’জনকেই দারুণ লাগছিল দেখতে। বোঝাই যা্চ্ছে বড়দিনের পুরোটাই একসঙ্গে কাটিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।
View this post on Instagram
View this post on Instagram
কিছু দিন আগেই রণবীর কাপুর বিয়ের প্ল্যান নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন অতিমারি না চললে তিনি এবং আলিয়া এখনই বিয়েটা সেরে ফেলতেন। তবে খুব তাড়াতাড়িই বিয়েটা করার কথা ভাবছেন তিনি। আলিয়া এই মুহূর্তে ‘গাঙ্গুবাঈ’ এবং ‘ আর আর আর’–এর কাজ নিয়ে ব্যস্ত। রণবীর ব্যস্ত ‘সামসেরা’–এর শুটিং নিয়ে। দু’জনের ব্যস্ততা কাটলে তবেই হয়ত ওঁরা ক্যালেন্ডারে বিয়ের দিন খুঁজবেন।