পিছিয়ে গেল আলিয়া ভাটের জন্মদিন উদযাপন

আলিয়া কোভিড নেগেটিভ হলেও রণবীর পজিটিভ। আপাতত ১৫ মার্চ, আলিয়া ভাটের জন্মদিনের দিন কোনও সেলিব্রেশন হচ্ছে না।

পিছিয়ে গেল আলিয়া ভাটের জন্মদিন উদযাপন
আলিয়া ভাট
Follow Us:
| Updated on: Mar 11, 2021 | 12:45 PM

১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিন। স্বাভাবিকভাবে রণবীর কাপুরের কাছে এই দিনটা স্পেশ্যাল। অনেক দিন আগে থেকেই এই দিনটা সেলিব্রেট করার জন্য আলাদা করে প্ল্যান করে রেখেছিলেন তিনি। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে কোভিড। আপাতত ১৫ মার্চ, আলিয়া ভাটের জন্মদিনের দিন কোনও সেলিব্রেশন হচ্ছে না।

কিছুদিন আগেই রণবীর কাপুরের কোভিড পজিটিভ ধরা পড়ে। তিনি এখন গৃহবন্দি হয়ে আছেন। রণবীর কাপুরের মা নীতু কাপুর অবশ্য জানিয়েছেন তিনি ভাল আছেন। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালী করোনা আক্রান্ত হওয়ায় আলিয়াও আইসোলেশনে ছিলেন। সঞ্জয় লীলা বানসালীর ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং করছিলেন আলিয়া। যদিও পরে টেস্ট রির্পোট এসেছে, আলিয়া কোভিড নেগেডিভ।

আলিয়া নেগেটিভ হলেও রণবীরের জন্যই জন্মদিনের সেলিব্রেশন পিছিয়ে দিলেন আলিয়া। রণবীরের হাতে এখন পর পর ছবি। এই প্রথম আলিয়া এবং রণবীরকে একসঙ্গে দেখা যাবে ‘‘ব্রহ্মাস্ত্র’-তে। ছবির শুটিং এখনও কিছুটা বাকি। রণবীরের কোভিড পজিটিভের জন্য শুটিং পিছিয়ে গিয়েছে। অন্যদিকে ‘গাঙ্গুবাঈ’-এর শুটিংও আপাতত বন্ধ। ‘গাঙ্গুবাঈ’-এর গোটা টিমের টেস্ট করানো হয়েছে।

আরও পড়ুন :করিনাকে ‘বেবো মা’ বলে কে ডাকেন? রহস্য ফাঁস করলেন নায়িকা স্বয়ং

সম্প্রতি রণবীর কাপুর নিজের অঙ্গদানের অঙ্গীকার করেছেন। কিডনি সহ বেশ কিছু অঙ্গ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি অবশ্য একা নন। ‘ব্রহ্মাস্ত্র’ টিমের অমিতাভ বচ্চন, করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় সকলেই কিডনি দানের অঙ্গীকার করেছেন। আলিয়া ভাট নিজে অঙ্গদান না করলেও তিনি এই মহান উদ্যোগের সঙ্গে আছেন।