অভিষেক আর অমিতাভের ছেলে নন, নতুন সম্পর্কে বাঁধা পড়লেন দু’জন
গত দু’মাসে এই নিয়ে পর পর দু’বার অস্ত্রোপচার করাতে হল বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে।
বিগ বি ও তাঁর পুত্র জুনিয়র বচ্চনের সম্পর্ক ঠিক বাবা-পুত্রের নয়। তাঁরা বেস্ট ফ্রেন্ড। বারবার বহু কথায় তা স্বীকার করেছেন অমিতাভ। এক পোস্টে আবার সেই কথা উল্লেখ করলেন অমিতাভ। ছেলের সঙ্গে এক ছবি পোস্ট করে তিনি জানান কীভাবে এই সম্পর্কে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে।
আরও পড়ুন ‘অপরিচিত’ রণবীর! গরম তেলে চোবাবেন অপরাধীদের
অমিতাভ লেখেন, ‘যখন আপনার ছেলে আপানর জুতোতে পা গলাতে শুরু করেন… এবং আপনাকে বলে কোন পথ নিতে হবে… সে আপনার আর ছেলে থাকে না… সে আপনার বন্ধু হয়ে ওঠে… তোমাকে শুভেচ্ছা প্রিয় বন্ধু.. মনে রেখো’
অভিষেক রিঅ্যাক্টও করেছেন বাবার পোস্টে। জড়িয়ে ধরার ইমোজি পোস্ট করেন অভিষেক। কমেডিয়ান কপিল শর্মাও হার্ট ইমোজি পোস্ট করেন সেই পোস্টে।
View this post on Instagram
প্রসঙ্গত, গত দু’মাসে এই নিয়ে পর পর দু’বার অস্ত্রোপচার করাতে হল বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। ছানি অপারেশন হয়েছে তাঁর। সে প্রসঙ্গে বিগ-বি’র বক্তব্য, “দ্বিতীয় অস্ত্রোপচারও ভালভাবেই সম্পন্ন হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থার অনবদ্য টেকনোলজি এবং ডাক্তারদের সুদক্ষ হাতের কল্যাণে চমৎকার হয়েছে। যেন জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা। যা আগে দেখতে পারছিলাম না, তা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এই পৃথিবী বড় সুন্দর।”
View this post on Instagram
পাশপাশি অমিতাভ আরও জানান এখনও সম্পূর্ণ সুস্থ না হলেও সুস্থতার পথে এগচ্ছেন ক্রমশ। বহু প্রবীন বলিউড অভিনেতা করোনা ভ্যাকসিন নিলেও অমিতাভ এখনও করোনা ভ্যাকসিন নেননি। সেই প্রসঙ্গে একটি পোস্টও করেন অমিতাভ, তিনি লেখেন, ‘আমি জানি টিকাকরণ এখন আবশ্যক হয়ে গিয়েছে। তার মধ্যে করোনার নতুন স্ট্রেন এসে বক্স অফিসে খেল দেখাচ্ছে। তাই খুব শীঘ্রই আমিও ভ্যাকসিন নেওয়ার লাইনে নাম লেখাব।’ দেরি হওয়ার কারণ হিসেবে বিগবি জানান, যেহেতু দিন কয়েক আগেই তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে, সে কারণেই এই দেরি।