‘৩৪-এ পা দিয়ে বুঝতে পারছি পৃথিবীটা বড় সুন্দর’, জন্মদিনে নিজেই নিজেকে চিঠি লিখলেন কঙ্গনা রানাওয়াত

৩৪-এ পা দিলেন কঙ্গনা রানাওয়াত। এক নতুন পৃথিবী ধরা পড়ল নায়িকার চোখে।

‘৩৪-এ পা দিয়ে বুঝতে পারছি পৃথিবীটা বড় সুন্দর’, জন্মদিনে নিজেই নিজেকে চিঠি লিখলেন কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2021 | 2:04 PM

আজ (২৩ মার্চ) কঙ্গনা রানাওয়াতের জন্মদিন। ৩৪ ছুঁলেন তিনি। তবে এ বারের জন্মদিনটা খুবই স্পেশ্যাল কঙ্গনার কাছে। গতকালই (২২ মার্চ) জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী হিসাবে তাঁর নাম ঘোষিত হয়েছে।

কঙ্গনা স্বয়ংসম্পূর্ণা। জন্মদিনেও তাঁর ব্যতিক্রম ঘটেনি। নিজেই নিজেকে লম্বা একটা চিঠি লিখেছেন তিনি। কী লিখলেন নায়িকা নিজেকে? সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ছবি পোস্ট করে কঙ্গনা লিখেছেন, “আমি ৩৪ ছুঁলাম, সাফল্যের চূড়া ছুঁতে পারব এই চৌত্রিশেই। আমি বিয়ে করলাম কি না বা আমি কত বুড়ি হলাম, এগুলো মানুষের কাছে কোনও মানে রাখে না। আমি আমার শিল্পীসত্তা নিয়েই মানুষের মনে থেকে যেতে চাই।”

কঙ্গনা বরাবরই প্রতিবাদী। ঠোঁটকাটা। তিনি আরও লিখেছেন, “এই পৃথিবী সব সময় ‘সুইট ১৬’-এর মত ব্রেনলেস মেয়েদেরই মূল্য দেয়। আর বুদ্ধিমতী এবং দক্ষ মহিলাদের বাড়ির মধ্যেই রেখে দেয় পুরুষের সেবার জন্য। এই পুরুষদের পদবীই এই সমস্ত নারীদের পরিচয় হয়ে ওঠে।”

পৃথিবী যেভাবে নারীকে দেখে এসেছে, ৩৪-এ সেই বেড়াজাল ভেঙে বেরিয়ে আসতে পেরেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, “আমি মোটা হলাম কী রোগা হলাম, আজ আর কিছু যায় আসে না আমার। শরীরটা আমার যেমনই হোক, এই শরীরটা নিয়েই আমি খুশি। আজ গালে একটা ব্রণ বেরলে বা আমার পিরিয়ড হলে আমি আর বিচলিত হই না। এই পৃথিবীতে এমন কেউ নেই যাঁদের কথায় বা ব্যবহারে আমি মন-মরা হয়ে বসে থাকব।” তিনি আরও লিখেছেন, “আমার চুলে পাক ধরছে, কিছুদিন পর বার্ধক্য ফুটে উঠবে, এটাই হবে আমার সৌন্দর্যের শক্তি। আমি সমস্ত মেয়েদের বলছি, ৩৪-এ পা দিয়ে বুঝতে পারছি পৃথিবীটা বড় সুন্দর। আমার মা-কে অসংখ্য ধন্যবাদ যিনি এই পৃথিবীর আলো আমায় দেখিয়েছেন।”

আরও পড়ুন:‘অপরিচিত’ রণবীর! গরম তেলে চোবাবেন অপরাধীদের

‘থালাইভি’ নিয়ে যথেষ্ট উত্তেজিত কঙ্গনা। জয়ললিতার বায়োপিক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। আজ মুক্তি পাবে ‘থালাইভি’-র ট্রেলার, জন্মদিনে এটাই ফ্যানদের উপহার কঙ্গনার।