Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সিগারেট ধরাতে হাত কাঁপে’, অনন্যার কথা শুনে হাসির রোল, ‘তবে এটা কী’?

Ananya Pandey Controversy: সিরিজের প্রচারে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিতে দেখা যায় অনন্যা পাণ্ডেকে। সেখানেই নিজের একাধিক অভিজ্ঞতা শেয়ার করছিলেন তিনি। তারই মাঝে এক সাক্ষাৎকারে তিনি হঠাৎ বলে বসেন তাঁর সমস্যার কথা। নিজে মুখেই বলেন, যে কাজটা ভীষণ সামান্য।

'সিগারেট ধরাতে হাত কাঁপে', অনন্যার কথা শুনে হাসির রোল, 'তবে এটা কী'?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2024 | 1:56 PM

সদ্য মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডে অভিনীত ওয়েব সিরিজ খো গেলে হাম কাহা। যা নিয়ে রীতিমত চর্চা তুঙ্গে। নতুন প্রজন্ম, তাঁদের লাইফস্টাই, সোশ্যাল মিডিয়ায় নিয়ে ব্যস্ততা তুঙ্গে। বাস্তব থেকে যেন অনেকটা দূরে সরে যাওয়া। এমনই এক চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। যেখানে অনন্যা পাণ্ডেকে নাইট লাইফ, বন্ধুদের সঙ্গে রাতপার্টিতে যাওয়া, সবই করতে দেখা গিয়েছে। তবে এই ছবির শুট কতটা সহজ ছিল অনন্যার জন্য? সিরিজের প্রচারে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিতে দেখা যায় অনন্যা পাণ্ডেকে। সেখানেই নিজের একাধিক অভিজ্ঞতা শেয়ার করছিলেন তিনি। তারই মাঝে এক সাক্ষাৎকারে তিনি হঠাৎ বলে বসেন তাঁর সমস্যার কথা। নিজে মুখেই বলেন, যে কাজটা ভীষণ সামান্য।

অনন্যাকে সিগারেট ধরাতে বলা হয়েছিল। তিনি হঠাৎই বলে বসেন, তাঁর পক্ষে সম্ভবপর ছিল না। কারণ সিগারেট ধরাতে রীতিমত তাঁর হাত কাঁকে। সত্যি কি তাই? ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ”এটা একটা সিগারেট ধরানোর মতোই সহজ। কিন্তু আমি করতে পারিনি। আমার হাত কাঁপছিল। অর্জুন (পরিচালক) আমার দিকে তাকিয়ে ছিলেন। অবাক হয়ে বলেছিলেন, এটা শুধু তোমায় ধরাতে হবে।কিন্তু আমি বলেই চলেছিলাম, আমি পারব না।”

এই সাক্ষাৎকারের ক্লিপিং ভাইরাল হতেই মাঠে নেবে পড়লেন নেটিজ়েনরা। চিরুনি তল্লাসি করে বার করে দিল তারা হাতে গরম প্রমাণ। যেখানে অনন্যা পাণ্ডেকে এক পার্টির মাঝে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়। তবে প্রকাশ্যে মিথ্যে বললেন তিনি? এই ভিডিয়ো দেখার পর থেকেই নানা জনের নানা মত। কেউ বললেন, ‘একটা সিগারেটের জন্য মিথ্যে বললেন অনন্যা।’ কেউ আবার বললেন, ‘তিনি যেভাবে সিগারেট ধরেছিলেন, দেখে মনে হচ্ছে অন্যকেউ তাঁকে ধরিয়ে দিয়েছে।’

যদিও অনেক সেলেবই রয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে যাঁরা স্বাস্থ্যের কথা ভেবে ধূমপান ছেড়ে দিয়েছেন। অনন্যা ছেড়ে দিয়েছেন, না মিথ্যে বলছেন,নাকি যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে তাঁকে অন্য কেউ ধরিয়ে দিয়েছেন, তা কেবল তিনিই বলতে পারবেন।