Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কথা দাও আর সম্মান ডোবাবে না’, এত নিন্দা সত্ত্বেও ফের অঙ্কিতাকে অপমান শাশুড়ির!

Ankita Lokhande: নিজেকে কোনওভাবে সামলে তিনি পাল্টা জবাবও দেন। বলেন, এই ইন্ডাস্ট্রির অংশ তিনি। তাই তিনি যা করেছেন, যে শো'য়ে এসেছেন তা নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। ভিকি জৈনের মায়ের কথা শুনে খানিক সময়ের জন্য চমকে যান সলমনও। বিগবসে আসা মানে পরিবারের নাম ডুবিয়ে দেওয়া!

'কথা দাও আর সম্মান ডোবাবে না', এত নিন্দা সত্ত্বেও ফের অঙ্কিতাকে অপমান শাশুড়ির!
এত নিন্দা সত্ত্বেও ফের অঙ্কিতাকে অপমান শাশুড়ির!
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 9:52 PM

বিগবসের এই সিজনের যত না অঙ্কিতা লোখন্ডকে নিয়ে চর্চা হয়েছে তার চেয়েও বেশি আলোচনা হয়েছে তাঁর শাশুড়ি রঞ্জনা জৈনকে ঘিরে। শো’য়ে এসে অঙ্কিতাকে অপমান থেকে শুরু করে তাঁর পারিবারিক শিক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য কিছুই যেন বাদ দেননি তিনি। তা নিয়ে দেশজুড়ে হয়েছে নিন্দে। তাঁর শাশুড়ি মায়ের উপর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। রঞ্জনাদেবী যে বদলে যাননি সে প্রমাণই মিলল আরও একবার। বিগবসের ফাইনাল সিজনে হাজির হয়েছিলেন রঞ্জনা দেবী। সেখানে অঙ্কিতার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “বেটা অঙ্কিতা কথা দাও বিগবসের মতো শো’য়ে আর কোনওদিন গিয়ে পরিবারে সম্মান আর ডোবাবে না” প্রকাশ্যে টেলিভিশনের পর্দায় শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে চমকে ওঠেন অঙ্কিতা। সাদা হয়ে যায় তাঁর মুখ। সামনে যে সলমন খান দাঁড়িয়ে!

নিজেকে কোনওভাবে সামলে তিনি পাল্টা জবাবও দেন। বলেন, এই ইন্ডাস্ট্রির অংশ তিনি। তাই তিনি যা করেছেন, যে শো’য়ে এসেছেন তা নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। ভিকি জৈনের মায়ের কথা শুনে খানিক সময়ের জন্য চমকে যান সলমনও। বিগবসে আসা মানে পরিবারের নাম ডুবিয়ে দেওয়া! এরকমটা যে কেউ বলতে পারেন তাঁর সামনে তা হয়তো নিজেও ভাবেননি ভাইজান! রঞ্জনার ওই কথাকে ঘিরে সাধারণও খুব একটা খুশি নন। কেন বারেবারেই ছেলের বউকে নিয়ে এ হেন মন্তব্য করে থাকেন তিনি? প্রশ্ন তুলেছেন অঙ্কিতার ভক্তরা।

এই সিজনের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈন দু’জনেই অংশ নিয়েছিলেন। ভিকি আগেই শো থেকে আউট হয়ে যান। অঙ্কিতা খেলা শেষ করে চতুর্থ হয়ে। অনেকেই ভেবেছিলেন এই শো’য়ে জয়লাভ করবেন তিনিই, কিন্তু ট্রফি ছিনিয়ে নিয়ে যান মুনাওয়ার ফারুকি।